নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কালীঘাটের কাকুকে গ্রেফতার করলো ইডি।
ইডি সূত্রে খবর, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে আজ তার বয়ান রেকর্ড করা হয়। তার বয়ান রেকর্ড করে দিল্লিতে পাঠানো হয়েছিল। সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যে নথি উদ্ধার হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তাকে একাধিক প্রশ্ন করা হলে তার উত্তরে সুজয় কৃষ্ণ ভদ্র যে বয়ান দিয়েছে সেই বয়ানে অসঙ্গতি রয়েছে বলে মনে করছে ইডি। তার বয়ানে সন্তুষ্ট নন ই ডি। তাই ইডি মনে করছে তাকে আরো জিজ্ঞাসাবয়াদের প্রয়োজন রয়েছে। সেই কারণেই তাকে দিল্লির উচ্চকর্তাদের নির্দেশে গ্রেফতার করা হলো সুজয় কৃষ্ণ ভদ্র কে।
উল্লেখ্য, চলতি মাসের কুড়ি তারিখ বেহালার ফকির পাড়া রোডের বাড়িতে হানা দিয়েছিলো ইডি। বেশ কিছু নথি উদ্ধারের পাশাপাশি সুজয় কৃষ্ণ ভদ্রের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। মোবাইল ফোন থেকে একাধিক তথ্য উঠে আসে। বেরিয়ে আসে একাধিক কল রেকর্ড। সেই কারণে জিজ্ঞাসা কাদের জন্য মঙ্গলবার তাকে ডেকে পাঠানো হয়েছিল এইডি দপ্তরে।
0 মন্তব্যসমূহ