বিয়ে করলেন হলদিয়ার লক্ষণ শেঠ | লক্ষণ শেঠ নিজেই প্রকাশ্যে আনলেন প্রকৃত বিয়ে করার সত্য কাহিনী টা ৷ হলদিয়ার প্রাক্তন সিপিএম সাংসদ এবং বর্তমান রাজ্য কংগ্রেস নেতা লক্ষ্মণ শেঠ নিজেই জানালেন কয়েকদিন আগেই বিয়ে করে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি৷
লক্ষণ শেঠের বর্তমানে ৭৮ বছর বয়স৷ ২০১৬ তাঁর প্রথম স্ত্রী প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়৷ লক্ষণ এবং তমালিকার দুই ছেলেও রয়েছে৷ লক্ষণ শেঠ জানিয়েছেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকেই প্রবল একাকিত্বে ভুগছিলেন তিনি৷ সেই কারণেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ যদিও এই মুহূর্তে নিজের দ্বিতীয় স্ত্রীর পরিচয় বা বিয়ের ছবি প্রকাশ করেননি লক্ষণ শেঠ৷ তবে প্রাক্তন সাংসদ জানিয়েছেন, কয়েকদিন আগেই এক বন্ধুর মাধ্যমে নিজের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পরিচয় হয় তাঁর৷ তার পরেই বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজনে৷ লক্ষণ শেঠের দ্বিতীয় স্ত্রী কলকাতার একটি নামী পাঁচ তারা হোটেলে কর্মরত।
তবে বিজেপি-তেও বেশি দিন থাকেননি লক্ষণ শেঠ ৷বেশ কিছু দিন রাজনীতি থেকে দূরে থাকেন। লক্ষণ শেঠ তৃণমূলে যোগ দান করার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে ইচ্ছে প্রকাশ করেছিলেন। পরে যোগদান করেনি জাতীয় কংগ্রেসে৷ বর্তমানে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি পদে রয়েছেন লক্ষণ শেঠ ৷ লক্ষণ শেঠ জানিয়েছেন, নববিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে খুব শিগগিরই হলদিয়ায় ফিরবেন তিনি৷ তবে বিয়ে গোপনে সারলেও খুব শিগগিরই কলকাতা এবং হলদিয়ায় বড় করেই বিয়ের রিসেপসন অনুষ্ঠান সারবেন। প্রথম স্ত্রী তমালিকার সঙ্গেও প্রেম করেই বিয়ে হয়েছিল লক্ষণ শেঠের৷
হলদিয়ায় ডেন্টাল মেডিক্যাল কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন লক্ষণ শেঠ৷ প্রাক্তন সাংসদের আশা, বিশাল এই কর্মকাণ্ডের দেখভালেও তাঁকে সাহায্য করতে পারবেন ম্যানেজমেন্ট ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন তাঁর নববিবাহিতা স্ত্রী৷লক্ষণ শেঠের দ্বিতীয় বিয়ে নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ মানুষ থেকে রাজনীতির লোকজনদের এখন চর্চার কেন্দ্রবিন্দু।
0 মন্তব্যসমূহ