বেউডিয়া নজরুল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে নজরুলের জন্ম দিবস পালন করা হয়। এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভগবানপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক স্বপন কুমার রথ। অমর্ষি রঘুনাথ হাইস্কুলের ভূগোল বিভাগের শিক্ষক পার্থ রাজ মিশ্র মহাশয়। যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের অধ্যাপক আনন্দ মাইতি। বাজকুল মিলনী মহাবিদ্যালয় অধ্যাপক শেখ তাবারক আলী , বাজকুল জনকল্যাণ বিদ্যানিকেতনের ইংরেজি বিভাগের শিক্ষক শেখ জানে আলম,পূর্ব মেদিনীপুরের কবি রউফুর রহমান, এছাড়া অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের পক্ষ থেকে সামাদ মল্লিক। নাচ, গান, আবৃত্তি, মাধ্যমে নজরুল জন্ম জয়ন্তী উদযাপিত হয়।
0 মন্তব্যসমূহ