Header Ads Widget

ERTERTERT

প্রানী ও মৎস্য কর্মধ্যক্ষ সোমনাথ বেরা গ্রেফতার





পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের তৃণমূলের প্রাণী ও মৎস্য কর্মধ্যক ও তমলুক সাংগঠনিক জেলা তৃনমূলের সাধারন সম্পাদক সোমনাথ বেরা কে গ্রেফতার করলো পুলিশ। তার বিরুদ্ধে একাধিক জনকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ছিলো । সেই অভিযোগের ভিত্তিতে তমলুক থানার পুলিশ সোমনাথ বেরাকে গ্রেফতার করে।২ রা জুন ময়না তে অভিষেক বানার্জির রোড শো করে ফেরার সময় মিরিক পুরে গ্রামবাসীরা অভিষেক ব্যানার্জির গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ পদুমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান উপপ্রধান ও সোমনাথ বেরার নামে বিভিন্ন কাজে টাকা নেওয়ার অভিযোগ করে। অভিশেকের নির্দেশে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কে তমলুক থানার পুলিশ গ্রেফতার করে। প্রধান পদত্যাগ করে। আজকে সোমনাথ বেরাকে তমলুক থানার পুলিশ গ্রেফতার করেছে।সোমনাথ বেরার অনুগামীরা তমলুকের মানিকতলায় তমলুক সাংগঠনিক জেলা তৃনমূলের সভাপতি তথা তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন মহাপাত্রের অফিসে বিক্ষোভ দেখাচ্ছে। এলাকায় উত্তেজনা। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ