Header Ads Widget

ERTERTERT

কর্নাটকে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বড়সড় সাফল্য হাওড়া জেলার উদয়নারায়নপুরের এক কিশোরীর।

 

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :কর্নাটকের সিমগায় আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বড়সড় সাফল্যে হাওড়া জেলার উদয়নারায়নপুরের এক কিশোরীর। 

জানা গেছে ওই কিশোরীর নাম দ্রবন্তি শেঠ। বাড়ি হাওড়ার উদয়নারায়নপুর এর কানপুরে। জানা গেছে ২৪-২৫ সে আগস্ট কর্নাটকের সিমোগায় প্রেরণা অডিটোরিয়াম  5th আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে যেমন আমেরিকা, শ্রীলংকা, নেপাল ও ভারত সহ অন্যান্য দেশ। 


সমস্ত প্রতিযোগী মিলে মোট 3000 প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের থেকে হাওড়া জেলার উদয়নারায়নপুরের কানপুরের দ্রবন্তী সেঠ একটি বিষয়ের গোল্ড ও একটি বিষয়ে সিলভার মেডেল অর্জন করে উদয়নারায়নপুর তথা হাওড়া জেলা সহ রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করলো। 


জানা গেছে ঐ কিশোরী উদয়নারায়ণপুর থানার অন্তর্গত কাঁকরাই ক্যারাটে সোসাইটির ছাত্রী, দীর্ঘ তিন বছর ধরে কাঁকরাই ক্যারাটে সোসাইটি থেকে প্রশিক্ষণ নিয়েছে সে, এবং এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে একজনই সুযোগ পেয়েছিল, আর সেই সুযোগেই বাজিমাত দ্রবন্তীর, তার সফলতায় খুশির তার প্রশিক্ষক ও পরিবারের সদস্য সহ তার আত্মীয়-পরিজন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ