জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :আর জি কর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে যখন একের পর এক সংস্থা থেকে রাজনৈতিক মহল ও ছাত্র -পড়ুয়া থেকে জুনিয়র চিকিৎসকরা ন্যায় বিচারের বা Justice for RG কর নিয়ে রাস্তায় নামছে ঠিক তখনই এক অন্য চিত্র ও দেখা গেলো এবার আমাদের ক্যামেরায়।।
মূলত দেশের দীর্ঘতম ও মিনি ইন্ডিয়া নামে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর রেলশহরে RG কর কান্ডের প্রতিবাদে ও ন্যায় বিচার, দোষীদের শাস্তির দাবিতে পথে নামলো বৃহন্নলারা।
বৃহস্পতিবার খড়্গপুর শহরের খরিদা থেকে মালঞ্চা অতুলমনী বিদ্যালয় পর্যন্ত প্রায় ৩ কিমি মিছিল করে এদিন তারা , মিছিল থেকে যেমন তারা ন্যায় বিচার ও দোষীদের শাস্তির দাবি তুলেন এবং পথে নামেন পাশাপাশি দোষীরা শাস্তি না পেলে এবং RG কর কান্ডের সুবিচার না হলে তাদের যে আন্দোলন তা চলতে থাকবে এবং তা বৃহত্তর আন্দোলন হবে আগামীদিনে তাও তারা কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন ।।
0 মন্তব্যসমূহ