Header Ads Widget

ERTERTERT

আই সি ডি এসে শিশুদের খাদ্যের বিল না পাওয়ায় বিক্ষোভে সামিল আইসিডিএস কর্মীরা

 


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:আই সি ডি এসে শিশুদের খাদ্যের বিল না পাওয়ায় বিক্ষোভে সামিল আইসিডিএস কর্মীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের  ময়না ব্লকে। 


আজ এরই প্রতিবাদে ময়নায় আইসিডিএস কার্যালয় অফিসের সামনে বিক্ষোভ দেখায় আইসিডিএস কর্মীরা। আইসিডিএস কর্মীরা জানান মে,জুন, জুলাই ৩ মাস ধরে তারা সবজির বিল পাচ্ছে না। বার বার জানিও কোন সঠিক সুরাহা পায়নি। অবশেষে আজ সবাই মিলিত ভাবে আইসিডিএস অফিসের সামনে বিক্ষোভ দেখায়।


 অফিস থেকে জানানো হয়েছে আমরা টাকা একাউন্টে দিয়ে দিয়েছি, উনারা না পেলে আমরা কি করব। এমনই জানালেন এক আইসিডিএস কর্মী।  জানা যায় এ দিন বিক্ষোভ চলাকালীন অফিসে সিডিপিও অনুপস্থিত ছিলেন।


 অবশ্য পরে এক অফিস স্টাফ জানিয়েছেন আমরা তদন্ত করে দেখছি।  আইসিডিএস কর্মীদের দাবি এই টাকা দ্রুত না পেলে আমরা রান্না বন্ধ রেখে বৃহত্তর ভাবে বিক্ষোভে সামিল হব।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ