আজ পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় কংসাবতী নদী থেকে বালিচুরির সরঞ্জাম আটক করল ময়না থানার পুলিশ ।জানা যাচ্ছে কিছু অসাধু ব্যাবসায়ী অনেকদিন ধরে প্রশাসনের চোখে ধুলো দিয়ে পুরসাঘাট থেকে বালি চুরি করছিল ।
ময়নার বিডিও সমীর পান ও ময়না BLRO সুমিত মুখার্জি ও ময়না থানার পুলিশ গোপন সূত্রে ঘটনাটি জানতে পারে এবং আজকে বালি চুরির সময় হটাৎই ময়না থানার পুলিশ অভিযান চালায় ও বালি চুরির সব সামগ্রী ময়না থানায় নিয়ে যায়।
এই ঘটনায় এখনো অব্দি কাউকে গ্রেফতার করা যায়নি। ময়না থেকে রূপম দরবারের রিপোর্ট JB live news
0 মন্তব্যসমূহ