Header Ads Widget

ERTERTERT

বাংলায় ফের নতুন জেলা?

 বাংলায় ফের নতুন জেলা?


 জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:- বাংলায় এবার ফের নতুন জেলার দাবি, এবার দক্ষিণ মেদিনীপুর জেলা গড়ার ডাক।



পূর্ব মেদিনীপুর জেলা মানে শুভেন্দু অধিকারী। তাই বিধানসভা নির্বাচনের আগে নজরে কাঁথি এগরা। এবার সেই দিকটা মাথায় রেখে শাসক দলের তরফে পূর্ব মেদিনীপুর জেলার ভোট ব্যাঙ্কে ডিভিডেন্ট পেতে ফের পূর্ব মেদিনীপুর জেলাকে ছোট জেলায় রূপান্তরের চিন্তাভাবনা চলছে বলে খবর বিভিন্ন মহলে। একদিকে যেমন উন্নয়নের স্বার্থ এবং অন্যদিকে প্রশাসনিক সুবিধা। তেমনই ছোট জেলায় সুবিধা ভোট ব্যাঙ্কে ডিভিডেন্ট তোলার ক্ষেত্রেও। ছোট জেলার পক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার তাই পূর্ব মেদিনীপুর জেলাকে নিয়ে নতুন চিন্তা ভাবনা করছে রাজ্য প্রশাসন।


সেই দিকটা মাথায় রেখে দক্ষিণ মেদিনীপুর নামে নতুন জেলা গড়ার ডাক উঠল রামনগরে। ভারতের স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা ছিল অবিভক্ত মেদিনীপুরের। স্বাধীনতা সংগ্রাম থেকে শিক্ষা স্বাস্থ্য এমনকি প্রযুক্তিতেও অবিভক্ত মেদিনীপুরের নাম সবার শীর্ষে। তবে সেই অবিভক্ত মেদিনীপুরকে ভেঙে ২০০২ সালে করা হয় দুটো জেলা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। তারপর ২০১৬ সালে পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম আলাদা হয়ে পশ্চিম মেদিনীপুর এবং পরে ঝাড়গ্রাম জেলার আত্মপ্রকাশ। এবার ফের পূর্ব মেদিনীপুর জেলাকে ছোট জেলায় রূপান্তরের বার্তায় খুশি কাঁথি এগরার মানুষেরাও। ২০১১ সালে ক্ষমতায় আসার পর,তাঁর আমলে ইতিমধ্যেই নতুন ৪-টি জেলা (আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান) পেয়েছেন রাজ্যবাসী। মেদিনীপুর জেলাকে আরও ছোট জেলায় ভাগ করার দাবি উত্থাপিত হয়েছে, যার মূল উদ্দেশ্য হল প্রশাসনকে আরও সহজলভ্য করা এবং জনগণের সমস্যা দ্রুত সমাধান করা। এই দাবিগুলির মধ্যে রয়েছে একটি নতুন জেলা শহর হিসেবে কাঁথিকে প্রতিষ্ঠা করা হবে। কাঁথি ও এগরা নিয়েই গড়ে উঠুক দক্ষিণ মেদিনীপুর জেলা, এমনই দাবি উঠল বিশেষ বৈঠকে। রামনগরের পানমন্ডিতে অনুষ্ঠিত হল নতুন জেলার দাবি জানিয়ে এক বিশেষ বৈঠক। রামনগরে দক্ষিণ মেদিনীপুর জেলার গঠনের দাবিতে বিশেষ কমিটি গঠন করা হয়।


উপস্থিত ছিলেন রামনগরের এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, দ্বিজেন্দ্রনাথ গিরি, রবীন্দ্র সার, তপন রঞ্জিত প্রমুখ। বিশেষ ওই বৈঠকে দাবি ওঠে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার জন্য জেলাকে ভাগ করার প্রয়োজন রয়েছে। আগামী দিনে প্রশাসনিকভাবে তারা দাবিগুলি তুলে ধরবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ