Header Ads Widget

ERTERTERT

আন্তর্জাতিক স্তরে রূপো জিতে বাংলার মুকটে সাফল্য আনলেন বাগনান এর ছাত্রী মৈত্রী দলপতি, গর্বিত রাজ্যবাসী

 আন্তর্জাতিক স্তরে রূপো জিতে বাংলার মুকটে সাফল্য আনলেন বাগনান এর ছাত্রী, গর্বিত রাজ্যবাসী 



   সম্প্রতি নেতাজী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত নবম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫ স্পোর্টস স্কুল অফ মার্শাল আর্ট সেনসি সন্তু দাস এর প্রশিক্ষনে কাতার বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রুপোর পদক জিতেছেন বাগনান খালোর ১৭ বছর বয়সি মৈত্রী দলপতি। মৈত্রী বাগনান গার্লস হাই স্কুলে 11 ক্লাসের ছাত্রী ।মৈত্রী ১১ বছর ধরে ক্যারাটে শিখছেন সেনসি সন্তু দাস এর কাছে এবং জীবনের প্রথম আন্তর্জাতিক খেলার অংশগ্রহণ করেই বাজিমাত করেছেন মৈত্রী।।



তার এই নজরকাড়া সাফল্যে গর্বিত বাবা চন্দন দলপতি এবং মা হলেন মলি দলপতি।



   শান্ত স্বভাবের মেয়েটি খেলায় সফলতা অর্জন করে বাংলার মুখ উজ্জ্বল করল।তার এই সাফল্যে খুশি বাগনান তথা গোটা রাজ্যের মানুষ।

প্রসঙ্গত তিনি নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে সপ্তম ক্যারাটে প্রশিক্ষণ জয়ী হয়ে কাতার এ খেলার সুযোগ পান,আর সেখানে গিয়ে দুর্দান্ত সাফল্যের পর রাজ্যের মুকুটে ব্রোঞ্জ জিতল বাংলার মেয়ে।






বরাবরই শান্ত স্বভাব, পড়াশোনায় মেধাবী,এই ছাত্রী ক্যারাটে নিয়ে নানা জায়গায় সাফল্য অর্জন এর পর এবার আন্তর্জাতিক স্তরে এই সাফল্য রাজ্যের মান আরো উন্নত করেছে। পরবর্তী সময়ে ভবিষ্যতে আরো ভালো জায়গায় তার প্রতিভা প্রস্ফুটিত হোক ,সেই কামনা করেছেন তার অনুরাগী, শিক্ষক শিক্ষিকা,সহপাঠী, অভিভাবক সহ প্রতিবেশী।








জাহাঙ্গীর বাদশার রিপোর্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ