অসমে বড় ধাক্কা বিজেপির, পদত্যাগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী । পদত্যাগ করলেন রাজেন গোহেন সহ ১৭ জন বিজেপি নেতা
তিন দশকেরও বেশি সময় ধরে গেরুয়া শিবিরের ভরসার হাত ছিলেন। ২০১৬ সালে মোদি মন্ত্রিসভার সদস্য হন। ২০১৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবুও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁর জেতা-সিট নগাঁও থেকে টিকিট দেয়নি দল। তারপর ২০২৪ সালেও আর তিনি ভোটে লড়েননি। এরপর থেকেই স্পষ্ট হচ্ছিল দলের সঙ্গে দূরত্বটা। অবশেষে বিজেপির সদস্যপদ ও দলের দেওয়া সমস্ত দায়িত্ব ত্যাগ করলেন রাজেন গোহেন। বহুদিন ধরেই হিমন্ত বিশ্বশর্মা শিবিরের সঙ্গে পার্থক্যটা স্পষ্ট হচ্ছিল। অবশেষে ১৭ জনকে সঙ্গে নিয়ে দল ছাড়লেন অসমের পদ্মশিবিরের হেভিওয়েট নেতা রাজেন গোহেন।
0 মন্তব্যসমূহ