Header Ads Widget

ERTERTERT

খুন বুথ সভাপতি ছেলে সিবিআই তদন্ত চাইলো অরুণ হালদার আদিবাসী তপশিলি জাতির রাজ্য কমিশন


 নদীয়া বিজেপির বুথ সভাপতি খুন হওয়ার পরেও অভিযুক্ত অধরা দাবি পরিবারের ।চলতি মাসের তেইশ তারিখ নদীয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হাতে খুন হন হাসখালীর পিপুল বেরিয়ার বিজেপির সহ-সভাপতি নকুল হালদার। দীর্ঘ পাঁচ দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি একজনও। আর আজ নিহত নকুল হালদারের পরিবারের সঙ্গে দেখা করতে আসলেন জাতীয় তপশিলি কমিশনের সহ-সভাপতি অরুন হালদার। ক্ষোভ প্রকাশ করলেন পুলিশের ভূমিকা নিয়ে। সিবিআই তদন্তের দাবী করলেন অরুণ হালদার।


চলতি মাসের ২৩ তারিখ নদীয়ার হাঁসখালীর পেপুল বেড়িয়ার বিজেপির বুথ সভাপতি নকুল হালদার কে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মেরে গাছে ঝুলিয়ে দেয়ার অভিযোগ তোলে তার পরিবার।নকুল বাবুর বাড়ি হাঁসখালি তে হলেও নকুলবাবুর ঝুলন্ত দেহ পাওয়া যায় নদীয়ার কৃষ্ণগঞ্জের আম বাগানে।পরিবারের পক্ষ থেকে থানা কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়।এখনো পর্যন্ত অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি।পরিবারের লোক সদস্যরা আতঙ্কে রয়েছেন।আজ দিল্লি থেকে জাতীয় তপশিলি কমিশনের সহ-সভাপতি অরুন হালদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করলেন।ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললেন।স্থানীয় বাসিন্দারা কৃষ্ণগঞ্জ থানার আই সি ও অ্যাডিশনাল এসপির সামনেই প্রতিনিধি দলের কমিশনের সহ-সভাপতি কে জানান খুন করা হয়েছে।কমিশনের তাদের কাছে জানতে চান এই ঘটনার পূর্ণ বিবরণ।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ বিবরণ দিলেও সেই বিবরণের মোটেই সন্তুষ্ট নয় কমিশন। ঘটনাস্থল থেকে এরপর প্রতিদিন দলটি যায় পরিবারের সাথে দেখা করতে।পরিবারের সদস্যরা কমিশনার কে নিয়ে ঘরের দীর্ঘক্ষণ আলোচনা করেন।আলোচনা সেরে বাইরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বাড়ির লোকের পরিবারের সাথে প্রশাসনের বক্তব্যের বিস্তর ফারাক রয়েছে।এছাড়াও তিনি আক্ষেপ করে বলেন এস,পি পদমর্যাদার আধিকারিকদের থাকার কথা থাকলেও ঘটনাস্থলে তারা কেউ ছিলেন না।এছাড়াও তিনি বলেন ঘটনার ব্যাপারটা প্রশাসন ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে বলে তিনি মনে করেন। এরপর কমিশনের করুন হালদার এসপির সাথে বৈঠক করবেন বলে জানান। পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন বিচার সঠিকভাবে না হলে এবং দোষীদের গ্রেফতার না হলে সিবিআই তদন্তের ব্যবস্থা করা হবে।পরিবারের সদস্যরাও আমাদের ক্যামেরার সামনে জানান তারা এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এখনো পর্যন্ত অভিযুক্তরা গ্রেফতার না হয় তারা খোভে ফুসছেনে। পাশাপাশি তারা দাবি করেন পুলিশের পতিতাদের আস্তা নেই সিবিআই তদন্ত চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ