Header Ads Widget

ERTERTERT

ময়নায় অভিষেকের জনসভার প্রস্তুতি



 ময়নায় ২ জুন অভিষেক ব্যানার্জির জনসভা।।                  পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার ময়না তে ২ জুন অভিষেক ব্যানার্জির জনসভা। জনসভা হবে ময়না পূর্নানন্দ হাই স্কুল মাঠে। আজকে ওই মাঠ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারির থেকে ময়না ও জেলার তৃনমূল নেতারা। জেলা ও ময়নার নেতাদের দাবি অভিষেক এর সভা কে কেন্দ্র করে ময়না জুড়ে মানুষের মধ্যে উচ্ছাস শুরু হয়েছে। ওই দিন অভিষেক এর সভায় প্রায় কুড়ি হাজার এর বেশী তৃনমূল কর্মী সমর্থকদের জমায়েত হবে। 

তাই প্রশাসনের কর্তা বেক্তিরা আজ ওই স্কুল মাঠ পরিদর্শন করেন। এবং সমস্ত কিছু খতিয়ে দেখেন।২ জুন বিকেল নাগাদ অভিষেক বানার্জির জনসভার সময় নির্ধারিত করা হয়েছে। ওই দিন ওই জনসভায় অভিষেক ব্যানার্জি ছাড়াও ও জেলার তৃনমূল নেতারও হাজির থাকবেন। আর ময়নায় অভিষেকের জনসভা কে সফল করতে। প্রচারে নেবে পরেছেন নেতৃত্ব থেকে কর্মীরাও। আর ময়নার বাকচা বিজেপি সন্ত্রাস নিয়ে অভিষেক ব্যানার্জী কি বলে সেই দিকে তাকিয়ে রাজ নৈতিক মহল। রুপম দরবারের সঙ্গে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ