তাই প্রশাসনের কর্তা বেক্তিরা আজ ওই স্কুল মাঠ পরিদর্শন করেন। এবং সমস্ত কিছু খতিয়ে দেখেন।২ জুন বিকেল নাগাদ অভিষেক বানার্জির জনসভার সময় নির্ধারিত করা হয়েছে। ওই দিন ওই জনসভায় অভিষেক ব্যানার্জি ছাড়াও ও জেলার তৃনমূল নেতারও হাজির থাকবেন। আর ময়নায় অভিষেকের জনসভা কে সফল করতে। প্রচারে নেবে পরেছেন নেতৃত্ব থেকে কর্মীরাও। আর ময়নার বাকচা বিজেপি সন্ত্রাস নিয়ে অভিষেক ব্যানার্জী কি বলে সেই দিকে তাকিয়ে রাজ নৈতিক মহল। রুপম দরবারের সঙ্গে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট
0 মন্তব্যসমূহ