Header Ads Widget

ERTERTERT

*সফলভাবে কক্ষপথ বদল করলো চন্দ্রযান ৩,আরো একধাপ এগিয়ে গেল চাঁদের দিকে।*

 *সফলভাবে কক্ষপথ বদল করলো চন্দ্রযান ৩,আরো একধাপ এগিয়ে গেল চাঁদের দিকে।*


Report - Tamal Sau





পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্র পেরিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল চন্দ্রযান ৩। বৃহস্পতিবার চন্দ্রযান ৩ পৃথিবীর চতুর্থ কক্ষপথে সফলভাবে স্থানান্তরিত হল। কেবল আর এক ধাপ পেরোলেই চাঁদের দিকে অনেকটা এগিয়ে যাবে চন্দ্রযানটি, এমনটাই জানানো হয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে।




গত শুক্রবার ভারতের সতীশ ধাওয়ান লঞ্চিং প্যাড থেকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) চন্দ্রযান ৩ -কে সফলভাবে মহাকাশে পাঠায়। মহাকাশে যাবার পর এখনো এই চন্দ্রযান পৃথিবীর মাধ্যাকর্ষ বলয়ের মধ্যেই রয়েছে। চন্দ্রযানের ভেতরে অবস্থিত ইঞ্জিনটিকে বারংবার ফায়ার করার মাধ্যমে কক্ষপথ পরিবর্তনের কাজ করছেন বিজ্ঞানীরা। গত শুক্রবার থেকে আজ পর্যন্ত এভাবেই ক্রমশ পৃথিবীর নিকটতম কক্ষপথ পেরিয়ে বারবার নতুন কক্ষপথে স্থানান্তরিত হচ্ছে চন্দ্রযান ৩। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মোট পাঁচবার এই কক্ষপথ পরিবর্তন করলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে পুরোপুরি চাঁদের দিকে চলে যাবে এই চন্দ্রযান। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার চতুর্থ কক্ষপথটি থেকে সফলভাবে পরিবর্তন করতে পারল চন্দ্রযান ৩।





পেরিজি অবস্থান, অর্থাৎ কক্ষপথের যে ক্ষেত্রে পৃথিবীর সঙ্গে উপগ্রহের দূরত্ব সবচেয়ে কম থাকে, এদিন সেই পেরিজি থেকেই পরবর্তী কক্ষপথে লাফ দিল চন্দ্রযানটি।
পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে প্রতিটি কক্ষপথ পরিবর্তনের সাথে সাথেই চন্দ্রযান ৩ এর গতি বৃদ্ধি পাচ্ছে। মহাকাশ গবেষণা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৫ শে জুলাই দুপুর ২ টো থেকে ৩ টের মধ্যে পঞ্চম কক্ষপথ এবং শেষ ধাপটি পার করবে। ঐদিন অন্তিম কক্ষপথ পরিবর্তন করার পরে চন্দ্রযান ৩ পুরোপুরিভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যাবে এবং ক্রমশ চাঁদের দিকে ধাবিত হবে। এরপরে ক্রমশ চাঁদের কক্ষপথে কয়েকবার ঘোরার পর অবশেষে চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করবে ভারতের এই চন্দ্রযান। এখনো সফলভাবে মহাকাশযানটির সাথে যোগাযোগ স্থাপন করে চলেছেন ইসরোর বিজ্ঞানীরা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ