মন্দারমনি লাগোয়া সমুদ্র উপকূলের পশ্চিম পুরুষোত্তমপুরে অবৈধ নির্মাণ হাইকোর্টের নির্দেশে ভাঙতে গিয়ে পুলিশের সাথে গ্রামবাসীদের বচসা বিক্ষোভ পুলিশের উপর হামলা।
পরিস্থিতি সামাল দিতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ। কোস্টাল জোনের মধ্যে বেশ কিছু বাড়ি সেফহোম রয়েছে। ওই সব অবৈধ নির্মাণ গুলিকে উচ্ছেদের নোটিশ জারি করে প্রশাসন।এর পর হাইকোর্টের দারস্থ হয় ওই সমস্ত বাড়ি গুলির মালিকপক্ষ।
শেষমেষ হাইকোর্ট প্রশাসনের সিদ্ধান্ত কে বজায় রেখে বাড়ি গুলি কে রিমুভ করার নির্দেশ দিয়ে দেয়। এরপরও বেশ কয়েকদিন সময় দেওয়া হয়েছিল ঘরগুলি ভেঙ্গে নেওয়ার জন্য। তাতেও কোন কথা না শোনায় আজ প্রচুর পুলিশ মোতায়েন করে ঘরগুলি ভাঙার কাজ চলছিল। সেই কাজে বাধা দিতে যায় বেশ কিছু গ্রামবাসী। তারপরে ই খন্ড যুদ্ধ বেধে যায় পুলিশের সাথে।
0 মন্তব্যসমূহ