পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার মুরলিচক গ্ৰামে গতকাল গভীর রাতে কাকলি প্রামাণিক নামে এক মহিলার বাড়িতে তার হাত পা বেঁধে একদল ডাকাত নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় । মহিলাটির স্বামী কর্মসূত্রে উড়িষ্যা তে থাকেন। নগদ টাকা ও গয়না ছাড়াও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এই ডাকাতদল। বেশ কয়েক ঘণ্টা ধরে তারা এভাবে লুট করতে থাকে। ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানার পুলিশ । প্রায় ছয় সাত জন ধরে এমন লুট চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ।
তবে সবার মুখ ঢাকা থাকায় কাউকে চেনা যায়নি । মহিলাটির ওপর অত্যাচার চালানো হয়েছে বলেও খবর । আক্রান্ত মহিলাটিকে উদ্ধার করে খেজুরির জনকা প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।তবে মহিলাটি বর্তমানে সুস্থ রয়েছে বলে খবর ।
খেজুরি থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, Jb news
0 মন্তব্যসমূহ