Header Ads Widget

ERTERTERT

খেজুরিতে মহিলার হাত পা বেঁধে ভয়াবহ ডাকাতি

 


 পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার মুরলিচক গ্ৰামে গতকাল গভীর রাতে কাকলি প্রামাণিক নামে এক মহিলার বাড়িতে তার হাত পা বেঁধে একদল ডাকাত নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় । মহিলাটির স্বামী কর্মসূত্রে উড়িষ্যা তে থাকেন। নগদ টাকা ও গয়না ছাড়াও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এই ডাকাতদল। বেশ কয়েক ঘণ্টা ধরে তারা এভাবে লুট করতে থাকে। ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানার পুলিশ । প্রায় ছয় সাত জন ধরে এমন লুট চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ।



তবে সবার মুখ ঢাকা থাকায় কাউকে চেনা যায়নি । মহিলাটির ওপর অত্যাচার চালানো হয়েছে বলেও খবর । আক্রান্ত মহিলাটিকে উদ্ধার করে খেজুরির জনকা প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।তবে মহিলাটি বর্তমানে সুস্থ রয়েছে বলে খবর ।

খেজুরি থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, Jb news

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ