একফোঁটা রক্তই পারে একজন মানুষের জীবন ফিরিয়ে দিতে । আজ পূর্ব মেদিনীপুর জেলা মেচাদা শাখা রেলওয়ে হকার্স ইউনিয়ন এর উদ্যোগে গোপালগঞ্জ প্রিয়নাথ হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির । লকডাউন এ এই অনুষ্ঠান ব্যহত হলেও প্রায় প্রতি বছরই এই অনুষ্ঠান এনারা আয়োজন করে থাকেন।এই ইউনিয়ন এর উদ্যোগে মহতী শিবিরে মহিলাদের রক্তদান এর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আজকের এই রক্তদান শিবির মূলত উৎসব এর রূপ ধারণ করেছে। রাজ্যের চারটি ব্লাড ব্যাংক এর সহযোগিতায় এই শিবির চলছে ।
এই তিব্র গরমের আবহাওয়াতেও মানুষের এভাবে রক্তদান করার যে হিড়িক তা সত্যিই চোখে পড়ার মতো । ইউনিয়ন এর উদ্যোগে রক্তদাতাদের জন্য সম্বর্ধনা ও তাদের খাওয়ানোর ও ব্যবস্থা রয়েছে । এই অনুষ্ঠানে উপস্থিত আছেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী , কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না , জেলা পরিষদের সদস্যা সুমিত্রা পাত্র সহ অন্যান্যরা। মেছেদা থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জে বি নিউজ লাইভ
0 মন্তব্যসমূহ