জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় মৃত্যু দুই পুলিশকর্মী সহ আহত মোট চার পুলিশ কর্মী
বৃহস্পতিবার ভোর ৪.৩০ নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার সুপ্রিম কোম্পানির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে পুলিশের একটি গাড়ি জাতীয় সড়কের উপর পেট্রোলিং করার সময় একটি কন্টেইনারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় পুলিশের গাড়ি।
ঘটনাস্থলে মৃত্যু হয় ১সিভিক ভলেন্টিয়ার সহ এক NVF কর্মীর। আহত হন আরোও চার জন পুলিশ কর্মী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নারায়ণগড় থানার আরো বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকেই আহত চার পুলিশ কর্মীদের প্রাথমিকভাবে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পাশাপাশি ঘটনাস্থলে মৃত্যু এক সিভিক ভলেন্টিয়ার ও NVF কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম বিমানচন্দ্র করন ও মৃত এনভিএফ কর্মীর নাম দীপক কুমার পাত্র। এছাড়াও আহত দুই পুলিশ আধিকারিকের নাম SI দেবীপ্রসাদ মন্ডল, PSI রাজেশ পারুয়া ও NVF অমূল্য রাউৎ।
জাহাঙ্গীর বাদশার রিপোর্ট jb লাইভ নিউজ
0 মন্তব্যসমূহ