Header Ads Widget

ERTERTERT

রমরমিয়ে চলছে মোরাম পাচার! ক্ষোভ এলাকাবাসীর

 রমরমিয়ে চলছে মোরাম পাচার! ক্ষোভ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর 

পশ্চিম মেদিনীপুর জেলার রূঢ় লালমাটি অঞ্চল তথা ভূ বিজ্ঞানীদের ভাষায় ল্যাটেরাইট মৃত্তিকা  বা মোরাম এ সমৃদ্ধ গড়বেতা সংলগ্ন এলাকা।আর এই এলাকায় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নিত্য দিন মোরাম পাচার করছে একদল অসাধু চক্র ।

এলাকাবাসীরা বে-আইনি পাচারের খবর স্থানীয় প্রশাসনে একাধিক বার জানালেও,মোরাম পাচার বন্ধ করা যায়নি।ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

গড়বেতা ৩ নং ব্লকের কড়সা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন তাড়া গ্রামে অবাধে চলছে মোরাম পাচারের কাজ। যার জেরে ওই এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

যদিও প্রশাসনের তরফে একাধিক বার মোরাম তোলায় সাহায্য করা গাড়ী আটক হয়েছে, তাও পুরোপুরি ভাবে বন্ধ করা যায়নি বে আইনি পাচার। এলাকাবাসীর অভিযোগ,দিনের আলোয় পাচারকারীরা মোরাম তুলে অন্য স্থানে পাঠিয়ে দিচ্ছেন। গ্রামবাসীদের একাংশ ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই এলাকায় মোরাম তোলার নিদর্শন রয়েছে,সম্প্রতি গভীর গর্ত হয়ে যাওয়ায় জল জমে সেগুলি এখন পরিপূর্ন।


উল্লেখ্য, গড়বেতার ওই এলাকায় একাধিকবার গাছ কেটে পাচার করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে।সদ্য ওই এলাকা সংলগ্ন কাদড়া স্কুলে গাছ কেটে পাচার করে দেওয়ার ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছিল।এলাকায় ফের মোরাম পাচার চক্র সক্রিয় হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।মোরাম পাচার সহ এমন বে-আইনি পাচার রুখতে, অবিলম্বে প্রশাসনকে তৎপর ভূমিকা পালনের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ