Header Ads Widget

ERTERTERT

ন*গ্ন হয়ে চুরি করতে এলো চোর

ন*গ্ন হয়ে চুরি করতে এলো চোর



মেচেদায় অভিনব পদ্ধতিতে চুরি। পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার কোলাঘাট থানার মেছেদা।সেই মেচেদা শহরে একাধিক দোকানে চুরি তাও আবার অভিনব কায়দায়।


পুরো উলঙ্গ হয়ে চুরি করছে চোর সেই ছবি ধরা পড়লো দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায়।যা দেখে তাজ্জব দোকান দার থেকে পুলিশ অধিকারিক রাও।পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদা সেন্ট্রাল বাসস্টেড যাওয়ার রাস্তার ধারে তিনটি ইলেকট্রক দোকানে টিনের ছাদ কেটে উলঙ্গ হয়ে দোকানের ভিতরে চোর ঢুকে নগদ টাকা নিয়ে চম্পট দেয়।


কিন্তু চোর চুরি করার সময় চোর উলঙ্গ ছিলো চোরের শরীরে কোনো পোশাক ছিলো না। কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু কোরেছে। তবে এই চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে আটঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এর আগেও অনেক দোকানে চুরি হয়েছে তার সিসিটিভি ফুটেজ পুলিশ কে তুলে দেওয়ার পরেও এখনো চোর ধরা পড়েনি। 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ