Header Ads Widget

ERTERTERT

দিঘার অমরাবতি পার্কের রোপওয়ে তে মকড্রিল

 


দিঘায় রোপওয়েতে মক ড্রিল।।

ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দীঘা শহরে চালু হয়েছে রোপ ওয়ে। আর সেই রূপে কোন সময়ে দুর্ঘটনা কবলে পড়লে কিভাবে পর্যটকদের রক্ষা করা যায় তার একটি মকড্রিল  করা হলো দীঘার অমরাবতী পার্কে। বেশ কয়েক মাস আগেই এই অমরাবতী পার্কে রোপওয়েতে যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকজন পর্যটক আটকে পড়েছিলেন। তখন স্থানীয় মানুষের চেষ্টায় তাদেরকে উদ্ধার করা হয়। 

এদিন কার্যত ন্দ্রফ ও দিঘার আমরাবতী পার্কের রোপওয়ে কর্তৃপক্ষ এবং দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে একটি মকড্রিল  করা হলো দীঘার অমরাবতী পার্কে। পরবর্তীকালে যাতে কোন সমস্যা না হয় তার জন্যই এই মকড্রিল বলে জানালেন NDRF এর এসিস্টেন্ট টেকনিকেল শুভাশিস ভট্টাচার্য তিনি বলেন প্রতিনিয়ত বহু পর্যটক এই রোপওয়েতে চাপতে আসেন। তাই পর্যটক থেকে স্থানীয় মানুষ কোন সমস্যায় পড়লে তাদের আতঙ্কের কোন কারণ নেই বা কিভাবে দুর্ঘটনা থেকে রক্ষা করে তাড়াতাড়ি উদ্ধার করে তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া যায় তার একটি মকড্রিল  চালু করা হয়েছে। বেশ কয়েক মাস আগেই দিঘার রোপওয়েতে দুর্ঘটনায় বেশ কয়েকজনের দুর্ঘটনা ঘটেছিল তার যাতে পুনরাবৃত্তি না হয় তারই জন্যে এই ধরনের ব্যবস্থা বলে জানালেন দীঘা শংকরপুর উন্নয়ন পরিষদের প্রশাসক মানস মণ্ডল।

রাজ্য সরকারের জাতীয় বিপর্য মোকাবিলা দপ্তরের উদ্যোগে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে যে সমস্ত রোপওয়ে গুলি রয়েছে তা সঠিকভাবে কাজ করছে কিনা। কিংবা যদি কোন সমস্যায় পড়েন পর্যটকরা বেড়াতে গিয়ে তার জন্যই এই মকড্রিল বলে জানালেন পূর্ব মেদিনীপুর জেলা জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর এর আধিকারিক মৃত্যুঞ্জয় হালদার  তিনি বলেন যদি কেউ এইভাবে আটকে পড়েন তাহলে তার আতঙ্ক হওয়ার কারণ নেই।

 কিছুক্ষণের মধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করা হবে। আজ জাতীয় বিপর্য মোকাবিলা দপ্তর পূর্ব মেদিনীপুর। এবং স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তর, জেলা স্বাস্থ্য দপ্তর। দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ ও রোপওয়ে কর্তৃপক্ষ যৌথভাবে এই মকড্রিল অনুষ্ঠানে অংশগ্রহণ করে। রাজ্যে এটাই প্রথম মক ড্রিল বলে জানালেন আধিকারিক। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ