Header Ads Widget

ERTERTERT

জল নিকাশের স্থায়ী সমাধানের দাবিতে জাতীয় সড়ক অবরোধ।

জল নিকাশের স্থায়ী সমাধানের দাবিতে জাতীয় সড়ক অবরোধ।





কয়েকদিনের নাগাড়ে বৃষ্টি, চারিদিকে জলমগ্ন গোটা এলাকা। একই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আষাড়ীর বিস্তীর্ণ এলাকা। কৃষি জমি সহ এলাকা এখন জলমগ্ন। বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি হলেই জল জমে যায়। তারপর সেই জল জমে থাকে মাসের পর মাস। নষ্ট হয় বিঘার পর বিঘা জমির ফসল। অথচ নিকাশি সমস্যা সমাধানে ন্যূনতম লক্ষ্য নেই প্রশাসনের।




তারই প্রতিবাদে শুক্রবার সকালে ডেবরা ব্লকের আষাড়ীতে ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে কৃষক ও কৃষি বাঁচাও কমিটি। এরপর কৃষক ও কৃষি বাঁচাও কমিটি ও গ্রামবাসীদের তরফে আষাড়ীর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। তাঁদের দাবি, বারংবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। জল নিকাশীর স্থায়ী সমাধানের সদর্থক ভূমিকা পালনে আগ্রহী নয় প্রশাসন।গ্রামবাসীরা সঠিক নিকাশির দাবি করে আসছেন। এ বারও এলাকায় জল জমে সব কিছু নষ্ট হয়েছে। তবু প্রশাসনের কোন হেলদোল নেই। 




ডেবরা ব্লকের জাতীয় সড়কের এর পার্শ্ববর্তী এলাকায় জল নিকাশির স্থায়ী সমাধানের দাবিতে এদিন ক্ষতিগ্রস্থ মানুষেরা একটি মিছিলও বের করেন। কয়েকঘন্টা অবরোধ ও অবস্থান কর্মসূচির পর ঘটনাস্থলে আসেন পুলিশ প্রশাসন,এন এইচ আধিকারিক সহ ইরিগেশনের আধিকারিকেরা।তাঁরা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে শেষমেষ বিক্ষোভ হটে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ