শ্রমিকদের সুরক্ষায় খড়্গপুর স্টেশনে উদ্বোধন হল 'পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র'।
এবার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হল। মূলত যেসব শ্রমিক এই রাজ্য থেকে রাজ্যের বাইরে পেটের তাগিদে যান, তাঁদের সুরক্ষা এবং তাঁদের জন্য যাতে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে রাজ্য সরকারের তরফে বিশেষ উদ্যোগ নিয়ে খোলা হল পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র।
পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশনে এই সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হল।এই সহায়তা কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকবে জিআরপি। এদিন খড়্গপুর স্টেশনে আসা পরিযায়ী শ্রমিকদের হাতে একটি করে ফর্মও তুলে দিয়ে তাঁদের এই সহায়তা কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন এসআরপি দেবশ্রী সান্যাল।তিনি জানান, "পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে। বাইরে গিয়ে অনেক সময় শ্রমিকেরা সমস্যায় পড়েন, অহরহ এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। বাইরে গিয়ে বিপাকে পড়লে কোনও শ্রমিক যদি পরিবারের সাথে যোগাযোগ করতে না পারে,বা কোনও দুর্ঘটনায় আহত বা মারা গেলে সহায়তা কেন্দ্র থেকে সঠিক তথ্য বা সমস্যা সমাধানের জন্য অগ্রণী ভূমিকা পালন করবে।"
পাশাপশি একটি অ্যাপও চালু করা হয়েছে।যাতে পরিযায়ী শ্রমিকদের ফোন নং যুক্ত করে তাঁদের বা তাঁদের পরিবারের সাথে সহজেই যোগাযোগ করা সম্ভব হবে। এই সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনে এসআরপি দেবশ্রী সান্যাল ছাড়াও উপস্থিত ছিলেন রেল পুলিশের একাধিক আধিকারিকেরা।
0 মন্তব্যসমূহ