Header Ads Widget

ERTERTERT

সদ্য মৃত বাবার "মরণোত্তর চক্ষুদান" করলেন মৃতের ছেলেরা।


আজ সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান একদা বাহারপোতা গ্রামের বাসিন্দা ও বাহারপোতা পোস্ট অফিসের প্রাক্তন পোস্ট মাস্টার বর্তমানে তমলুকের রামতারকহাট হোগলবেরিয়ার বাসিন্দা গৌরহরি মাইতি বাবু। 


 পরিবারের সদস্যদের কাছ থেকে খবরটি পেয়ে মৃতের পরিবারে পৌঁছে মরণোত্তর চক্ষুদানের প্রস্তাব দেন প্রশান্ত সামন্ত।মরণোত্তর চক্ষুদানের কাজে ওয়াকিবহাল থাকায় সহজেই রাজি হন পুত্র শান্তনু ও অতনু মাইতি সহ পরিবারের সদস্যরা। চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন আই ব্যাঙ্ক(হলদিয়া,পূর্ব মেদিনীপুর)এর টিম এসে কর্নিয়া দুটি সংগ্রহ করেন।

 


প্রশান্ত সামন্ত অনেক দিন থেকেই মরণোত্তর চক্ষুদান নিয়ে কাজ করে আসছেন। উনি বলেন  "মানুষের কাছে সনির্বন্ধ অনুরোধ হঠাৎ কারোর মৃত্যুর খবর পেলেই মরণোত্তর চক্ষুদানের জন্য ফোন করবেন। আপনার দেওয়া খবরে দুজন মানুষ দৃষ্টি শক্তি ফিরে পাবেন। "


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট,  JBNEWS 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ