বিকলাঙ্গ,শারিরীক ভাবে অক্ষম, প্রতিবন্ধী মানুষ ,যারা কোনোভাবে , কোনো কারণে অক্ষম ।এবার তাদের সাহায্যে এগিয়ে এলেন পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি।
নিমতৌড়িতে নিঃশুল্কে এই পরিসেবা দেওয়ার কাজ শুরু করল এই সমাজসেবি মূলক সংস্থা।
যারা কোনো কারণে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে তাদের হাত ,পা বা অন্য কোনো অঙ্গ হারিয়েছেন তাদের কৃত্রিম ভাবে এই অঙ্গগুলো দেওয়ার কাজে সহায়তা করার লক্ষ্যে এই উদ্যোগ।
যেসব কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায়, তাদের থেকে অনেক উন্নত,যা একেবারেই বিদেশি প্রযুক্তির দারা তৈরি।
এছাড়াও যাদের অস্থির সংক্রান্ত সমস্যা, তাদের খুব দ্রুত এই সমস্যার সমাধানে সহায়তা করার লক্ষ্যে এগিয়ে থাকে এই সমাজসেবি সংস্থা।
উদ্যোক্তাদের কথায়, সংস্থার কর্ণধার যোগেশ সামন্ত জানান এই কৃত্রিম উপায়ে একজন ব্যক্তির এই কাজ করার পর থেকে আরো উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়,যার পর থেকে এই কাজ আরও এগিয়ে যাচ্ছে।তবে এটি মূলত একটি কৃত্রিম প্রক্রিয়া।
আমরা সবাই জানি , দুর্ঘটনার পর অনেক কারণে শরীরে নানা অঙ্গ বাদ দিতে হতে হয় ,তাই তারা যাতে কিছুটা হলেও তাদের নিজেদের কাজ নিজেরা করতে পারে ,তাই এই উদ্যোগ।
উদ্যোক্তাদের কথায়, দিন,সময়, যুগ সবই এগোচ্ছে তাই এই উন্নত যুগে এই ধরনের উদ্যোগ গ্ৰহন করে এক আনন্দময় মূহূর্ত উপহার দেওয়ার প্রয়াস।
এই ধরনের কৃত্রিম পরিসেবা পাওয়া একজনের কথায়, তিনি অত্যন্ত খুশি, তিনি ভাবতে পারছে না এই ধরনের কিছু সম্ভব। তিনি স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি করতে না পারলেও ,অনেকটা কাজে সক্ষম হয়েছেন এর দ্বারা।।
নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি এই ধরনের বহু সমাজসেবা মূলক কর্মসূচি তে থাকেন,তবে এর দ্বারা আরো প্রসারিত হল এই সমতির কর্মকাণ্ড। তাই যারা এই পরিষেবা বিনামূল্যে গ্রহণ করতে ইচ্ছুক তাঁরা যেনো সংস্থার অফিসে যোগাযোগ করেন। দক্ষিনবঙ্গের যে কোনো জেলা থেকে যোগাযোগ করতে পারেন এই কৃত্রিম অঙ্গ পাওয়ার জন্য।
তমলুক থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জে বি নিউজ
0 মন্তব্যসমূহ