Header Ads Widget

ERTERTERT

Exclusive:রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নানা পদের রদবদল।

Exclusive:রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নানা পদের রদবদল।





    সামনেই লোকসভা ভোট,আর সে দিকেই তাকিয়ে পুলিশ প্রশাসন এর নানা পদের রদবদল খুব কম সময়ের ব্যবধানে বারবার লক্ষ্য করা যাচ্ছে।

    কাঁথি থানার আই সি হলেন অমলেন্দু বিশ্বাস, এগরা থানার আই সি  স্বপন গোস্বামী,তমলুক কোর্ট ইন্সপেক্টর সুমন রায়চৌধুরী, কাঁথি থানার সি আই পবিত্র গাঙ্গুলি, নন্দকুমার থানার সি আই  কৌশিক দাস, হলদিয়া থানার আই সি সুকমল‌ ঘোষ, ও পাঁশকুড়া থানার আই সি আশীষ মজুমদার বদলি হলেন অন্যত্র।

  পাশকুড়া থানার নতুন আই সি হলেন সমর দে , কাঁথি থানার টি আই হলেন সুদীপ রুদ্র, নন্দীগ্রাম থানার আই সি হলেন অনুপম মন্ডল,এগরা থানার আই সি হলেন অরুন কুমার খান, মহিষাদল এর সি আই হলেন অনিন্দ্য সেন, তমলুক এর আই সি হলেন সুভাষ চন্দ্র ঘোষ,ভূপতিনগর এর সি আই হলেন শ্যামল চক্রবর্তী।




  তবে লোকসভা নির্বাচন এর প্রাক্কালে এই ধরনের খুব কম সময়ের ব্যবধানে এ পুলিশ আধিকারিক দের বদলি নিয়ে রাজনৈতিক ও পুলিশ মহলে শুরু হয়েছে নানা জল্পনা।

  আজ থেকে এই পুলিশ কর্মকর্তা রা নতুন হিসেবে কাজে যোগদান করলেন।


পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ