প্রস্তুতি পর্ব প্রায় শেষ ।আর তারই মধ্যে বঙ্গ বিজেপির কাছে দিল্লি মারফত পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার অমিত শাহের সভা বাতিল।
রাজনৈতিক মহলে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা সংলগ্ন মিতালী সংঘের মাঠে এই সভা ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে।
আগামী সোমবার এই সভার কথা ছিল। হেলিপ্যাড থেকে শুরু করে প্রায় সব ধরনের প্রস্তুতি পর্ব প্রায় শেষ।
হেলিপ্যাড তৈরি করার কাজ শেষ।জেলা তথা রাজ্যজুড়ে অমিত শাহের সভার কথা প্রচারও শেষ।সভা ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে একটা আলাদা অনুভুতি কাজ করছিল।
ঠিক শেষ মুহূর্তে এসে এই সভা কোনো কারণ ছাড়াই বাতিল হওয়ার কথা জানাজানি হতেই হতাশ বিজেপি কর্মীদের মধ্যে।
তবে কি কারণে এই সভা বাতিল হল তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি।তবে বিজেপি কর্মীরা ও উদ্যোক্তাদের থেকে জানা গিয়েছে, খুব শীঘ্রই আমরা আমাদের জেলায় অমিত শাহের সভা আবার অনুষ্ঠিত করব।তবে সোমবার এর সভা বাতিল হয়েছে।
উল্লেখ্য জেলার তমলুক ও কাঁথি লোকসভা ও ঝাড়গ্ৰাম,ও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও মেদিনীপুর লোকসভা নিয়ে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল,যা শেষ মূহুর্তে বাতিল হল।
সামনেই লোকসভা ভোট,আর তার আগে এই সভা একটা বিশাল ফ্যাক্ট সৃষ্টি করতে, কিন্তু তা বাতিল হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে বিজেপি মহলে।
মেছেদা থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জে বি লাইভ নিউজ
0 মন্তব্যসমূহ