জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকে আজকে আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতে পথশী প্রকল্পে দুটি রাস্তর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এর সিঞ্যারী গ্রামে শিতলা মন্দির থেকে ভানু জানা বাড়ি পর্যন্ত ৯৬৬০০ টাকা ব্যায়ে ও সাতসতমাল বুথে ৬৮৬০০০ টাকা ব্যায়ে দুই কিলোমিটার ঢালাই রাস্তা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
মেদিনীপুর জেলা পরিষদের অন্যতম সদস্য গোলোকেশ নন্দ গোস্বামী আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান সেক মালেক আলি, উপ প্রধান রুমা প্রধান,আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এর প্রাক্তন উপপ্রধান অপরেশ সাতঁরা, পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সদস্য সৌমেন সামন্ত, মধুসূদন দোলই শিবানী নন্দ গোস্বামী । আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত নির্মান সহায়ক গোপীনাথ কালী ব্লক আধিকারিক রাজেশ বাবু সহ এলাকার ভোটার গন।
0 মন্তব্যসমূহ