জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: দিঘা তে পর্যটকদের ঘর ঠিক করে দেওয়ার নাম করে ধর্ষণ করার অভিযোগ উঠল দুই ব্যাক্তির বিরুদ্ধে । জানা যাচ্ছে, এক পুরুষ ও এক মহিলা রাতে দিঘা পৌঁছনোর পর হোটেলের ঘর খুঁজছিলো ঠিক সেই সময় নজরুল সাহা-(২২) আনসারুল সাহা(২৫) ঐ পুরুষ ও মহিলা কে নিয়ে যায়।
দিঘার দিঘা শ্রীর কাছে গিয়ে বয়ফ্রেন্ড কে মারধর করে তাড়িয়ে দিয়ে যুবতী কে ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার অভিযোগের ভিত্তিতে দিঘার থানার ওসি অভিজিৎ পাত্র অভিযান চালিয়ে দুই জন কে গ্রেপ্তার করেছে। তাদের আজ কাঁথি আদালতে তোলা হয়েছে। এর পর হেফাজতে নিয়ে টি আই প্যারেড হবে বলে পুলিশ সূত্রে খবর।
দিঘাতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন মহিলা। হোটেল ঠিক করে দেওয়ার নাম করে তাদেরকে নিয়ে যায় দুষ্কৃতীরা। বন্ধুর সাথে একটি বাইকে ছিলেন মহিলা।এরপর একটি ফাঁকা জায়গায় আটকে জোরপূর্বক টেনে নিয়ে যায় তাদেরকে।পরে জোরপূর্বক মুখে চাপা দিয়ে আরো নির্জন জায়গায় টেনে নিয়ে যায়। যুবককে গাছে বেঁধে বেধরক মারধর করার পাশাপাশি মহিলাকে অন্যত্র জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে এমনটাই প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে। পর্যটক ধর্ষিতা মহিলার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দীঘা থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুই ধর্ষককে দীঘা লাগোয়া রতনপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। আরো একজন ফেরার বলে জানা গেছে। ধৃতদের আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে। সৈকত শহরে এই ধরনের ঘটনা ঘটায় জনমানসে মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
0 মন্তব্যসমূহ