Header Ads Widget

ERTERTERT

"শুভেন্দুকে উচিত গাছে বেঁধে রাখা,আর বাঁধা অবস্থায় ওকে নিয়ে গিয়ে সাগারদ্বীপে পুলিশ ফেলে আসে"-সন্দেশখালি নিয়ে শুভেন্দুর মন্তব্যের পালটা মন্তব্য কুণাল ঘোষের

 


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট তমলুক: সন্দেশখালির ঘটনা নিয়ে উতপ্ত রাজ্য। সেই সন্দেশখালি নিয়ে শুভেন্দুর মন্তব্যের পালটা মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।


  তিনি বলেন, শুভেন্দুকে উচিত গাছে বেঁধে রাখা,আর বাঁধা অবস্থায় ওকে নিয়ে গিয়ে সাগারদ্বীপে পুলিশ ফেলে আসে"। সোমবার  তমলুকের নিমতৌড়িতে মৎস্যজীবীদের সমুদ্রসাথী প্রকল্প চালু করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ঞ্জাপন সভার আয়োজন করা হয়। সেখানেই সন্দেশখালি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন কুণাল ঘোষ। পাশাপাশি  তিনি বলেন, সন্দেশখালি শান্ত রয়েছে। কিছু রাজনৈতিক নেতারা এলাকা উতপ্ত করার চেস্টা করছে। ঘটনায় যারা দোষী  তাদের চিন্নিত করে শাস্তির ব্যবস্থা করছে পুলিশ। পাশাপাশি  কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সাংবাদিক বৈঠকের প্রসঙ্গে  বলেন, আজ সন্দেশখলি নিয়ে বলছেন, মনিপুর সহ অন্যান্য রাজ্যের ঘটনা নিয়ে কিছুতো বলেননি।



রাজ্য বাজেটে সমুদ্রসাথী প্রকল্পে মৎস্যজীবীদের ব্যান্ড পিরিয়ডের দুমাস ৫ হাজার করে টাকা দেওয়ার ঘোষনা করে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা ও তমলুকে ধন্যবাদ ঞ্জাপন সভার আয়োজন করা হয়। তমলুকে কুণাল ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি  অসীত ব্যানার্জি, চেয়ারম্যান চিত্ত মাইতি, তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়  সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ