জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ধরনায় বসেছে কেন্দ্র থেকে দাবি আদায়ের জন্য। অন্যদিকে মাথা ন্যাড়া হয়ে শিকল নিয়ে রাজ্যের কাছ থেকে তাদের প্রাপ্য চাকরি আদায়ের জন্য অনশনে বসলেন চাকরি প্রার্থীরা।
২০০৯ সালে রাজ্যের সমস্ত জেলাগুলিতে প্রাইমারির নিয়োগ সম্পন্ন হয়েছিল বাকি ছিল দক্ষিণ ২৪ পরগনা। ২০০৯ সালের অপ্রকাশিত তালিকার ৪২০ জন চাকরি প্রার্থীর নামের তালিকা প্রকাশের দাবিতে মাথা ন্যাড়া হয়ে আজ থেকে রিলে অনশনে বসলেন দক্ষিণ 24 পরগনার প্রাইমারি বোর্ডের চেয়ারম্যানের অফিসের সামনে। পুলিশ যাতে তাদেরকে অনশন ভেঙে তুলে নিয়ে যেতে না পারে তার জন্য নিজেরা বড় চেনে একটি শিকলে নিজেদেরকে বেঁধে তালা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
একইসঙ্গে এখান থেকে তারা রিলে অনশনের মাধ্যমে একটি লিখিত চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে বার্তা দিতে চাইছেন, বারে বারে গ্রেফতার নয়, এবারে তাদের নিয়োগ চাই।অবিলম্বে তাদের ৪২০ জন চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করতে হবে, একই সঙ্গে নন জয়েনিং 622 জনের ভ্যাকেন্সি পূরণ করতে হবে। যতদিন তাদের এই দাবি সরকার না মেনে নেবেন, ততদিন চলবে এই আন্দোলন ও আমরণ অনশন।
0 মন্তব্যসমূহ