
জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:জাতীয় নির্বাচন কমিশনের ইতিহাসে এই প্রথমবার সব স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে বিশেষ প্রশিক্ষণ দিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৯ শে ফেব্রুয়ারী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পশ্চিমবঙ্গের স্বীকৃত আটটি রাজনৈতিক দলকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বলে সূত্রের খবর। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এবার আগে থেকেই সব দিকের কাজ সেরে রাখতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন আর সেই মোতাবেক এবার স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে নিয়েও রীতিমতো চিন্তাভাবনা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে যাদের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটা হল রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচনে যে হিংসার ঘটনা ঘটে চলেছে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সেই জায়গা থেকে জাতীয় নির্বাচন কমিশন এবার এই সিদ্ধান্ত নিয়েছে বলেই কমিশন সূত্রে খবর। একটি রাজনৈতিক দলের কি ভূমিকা হওয়া উচিত নির্বাচনে তা যেমন রাজনৈতিক দলগুলোকে বোঝানো হবে, এর পাশাপাশি কোনরকম যাতে হিংসার ঘটনা না ঘটে, সেটাও খুব ভালোভাবে বোঝানো হবে। এরই পাশাপাশি মানুষ যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকেও যেন রাজনৈতিক দলগুলি নিজেদের সঠিক ভূমিকা কে তুলে ধরে তার উপরেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। কেবলমাত্র তাই নয় ভোটের দিন যাতে কোনো রকম অশান্তি থেকে শুরু করে কোনো বিশৃঙ্খলা বা হিংসার ঘটনা যাতে না ঘটে কোনও রাজনৈতিক দলের মধ্যেই সেদিকেই এবার কড়ানজর রাখছে যেমন কমিশন ঠিক তেমনই এই বিষয়েই এবার রাজনৈতিক দলগুলিকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। জাতীয় নির্বাচন কমিশনের ইতিহাসে এর আগে কখনও কোনদিন রাজনৈতিক দলগুলিকে কোনরকম প্রশিক্ষণ দেয়নি দেশের জাতীয় নির্বাচন কমিশন। দীর্ঘদিনের যে ইতিহাস নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেদিকে জাতীয় নির্বাচন কমিশন সবকিছুই ইতিমধ্যেই নিজেদের তথ্য ভান্ডারে জোগাড় করে ফেলেছে। সবদিক খতিয়ে দেখেই তারপর এই প্রথমবার দেশের জাতীয় নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে বিশেষ প্রশিক্ষণ দিতে চলেছে আগামী ২৯ শে ফেব্রুয়ারি এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর।
0 মন্তব্যসমূহ