Header Ads Widget

ERTERTERT

শীতে হঠাৎ হোলি !! লক্ষ্মীভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হওয়ায় অকাল দোল উৎসব মেজাজে মাতলো মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস এর মহিলা কর্মিরা ও এলাকার মহিলারা

 


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:বৃহস্পতিবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার তাই পটাশপুর ২ নং ব্লকের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও  এর মহিলারা একপ্রকার অকাল দোল উৎসবে মাতলেন। 


বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে ২ কোটি ১১ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন। এবার সেই প্রকল্পে সাধারণ উপভোক্তাদের ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে। মাসে আর ৫০০ টাকা নয়। 


এবার প্রতি মাসে ১ হাজার টাকা করে পাবেন সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা। তফসিলি জাতি, উপজাতির মহিলাদের জন্য বাড়ানো হয়েছে ২০০ টাকা। এবার প্রতি মাসে তাঁরা পাবেন ১২০০ টাকা করে। 


এই ঘোষণার পর  মমতা বন্ধোপাধ‍্যায়ের ছবি ও  লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবির খেলে উৎসবের মেজাজে মাতলেন মহিলারা।

উপস্থিত ছিলেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস  সভাপতি বরুণ গিরি,মহিলা নেত্রি মিতালি জানা কুইলা। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ