Header Ads Widget

ERTERTERT

কোলাঘাটের রেমকো সিমেন্ট কারখানার তৃনমূলের INTTUC শ্রমিক সংগঠণের পদে রদবদল

 


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট  :কোলাঘাট এর মেছেদা রেলস্টেশন সংলগ্ন রামকো সিমেন্ট কারখানা।জেলা তথা গোটা রাজ্যে ও দেশের নানা প্রান্তে এর জনপ্রিয়তা তুঙ্গে।

     


পূর্ব মেদিনীপুর জেলার এই সিমেন্ট কোম্পানির  শ্রমিক সংগঠনের নানা পদের রদবদল ঘটালেন সংগঠন। সারা দেশে এই সিমেন্ট কোম্পানির নানা শাখা রয়েছে।তবে কোলাঘাট এর এই রামকো সিমেন্ট কোম্পানির জনপ্রিয়তা বহুদিনের।

 


ইন্ডিয়ান ন্যাশনাল তৃনমূল ট্রেড ইউনিয়ন তৃনমূল কংগ্রেসের (INTTUC)আওতায় থাকা রামকো সিমেন্ট কোম্পানির সভাপতি হলেন চন্দন দে (মানা), ভাইস প্রেসিডেন্ট হলেন সেক অবেদুল ইসলাম, জেনারেল সেক্রেটারি হলেন সেক সামিম খান, সেক্রেটারি পদে এলেন তৈবুল মল্লিক ও রঘুনাথ মাইতি।

 


এছাড়াও সদস্য হিসেবে নিযুক্ত হলেন পরিমল পড়িয়া,প্রভাস আদক, অরুন পাঁজা ও সেক সাজিদ আলি।এই মর্মে রাজ্য ও জেলা INTTUC তরফে এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। নতুন কমিটি পরিবর্তিত নাম ঘোষণা হ‌ওয়া না পর্যন্ত এই কমিটি বহাল থাকবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ