জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:ভোটের মুখে বুথ পিছু ১০ হাজার টাকা করে বন্টন করতে যাওয়ার পথে নাকা চেকিঙে ধরা পড়লো টাকার বাহক সহ প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ।পুলিশ সূত্রে জানা গেছে পাওয়া গেছে বিজেপির ফ্ল্যাগ পোলিং এজেন্ট এর ফরম সহ কাগজপত্র ও সঙ্গে রয়েছে। যা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ভোট সম্মুখে রাজনৈতিক মহলে। যদিও ধৃত ব্যক্তি তারেক দাদার ব্যবসার টাকা নিয়ে যাচ্ছিল বলে জানাচ্ছে। ফ্ল্যাট ফেস্টুন পুলিশ মিথ্যে ভাবে সাজাচ্ছে ,এমনটাই অভিযোগ ধৃত ইন্দ্রজিৎ দাসের। তবে প্রতিটি খামের ১০ হাজার টাকা করে সাজানো কেন এ বিষয়ে ধৃত যুবক কোন সদুত্তর দিতে পারেনি।
কাঁথি লোকসভা কেন্দ্রের খেজুরি থানা এলাকার হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের ইড়িঞ্চি ব্রিজের কাছে নাকা চেকিং এ ধরা পড়ে এবং সিজ হয় সমস্ত টাকা। এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। যদিও যার কাছ থেকে টাকার প্যাকেট পাওয়া গেছে ইন্দ্রজিৎ দাস জানিয়েছেন, তার এক দাদার কাছ থেকে টাকা নিয়ে হেড়িয়া যাচ্ছিল আগস্ট দাদার একজনকে দেওয়ার জন্য।
কিন্তু প্রতিটি সাদা খামে ১০ হাজার টাকা করে কেন ? এই বিষয়ে তার জানা ছিল না বলে জানালেন। তবে পুলিশী জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছেন কাঁথির বিজেপি পার্টি অফিস থেকে টাকার প্যাকেট নিয়ে খেজুরির বিভিন্ন বুথ সভাপতি এবং দলীয় কর্মীদের বন্টনের জন্য যাচ্ছিল। টাকার পাশাপাশি পাওয়া গেছে তার কাছ থেকে বিজেপির ফ্ল্যাগ ও পোলিং এজেন্টের ফর্ম ও কাগজপত্র সবটাই সিজ করেছে হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
0 মন্তব্যসমূহ