Header Ads Widget

ERTERTERT

শিক্ষিক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল চারাগাছ

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:ময়নার তিলখোজা  মক্তব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের ফুল ফলের চারাগাছ তুলে দিলেন বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র।

সবুজায়ন ও পরিবেশ দূষণ রোধে তার এই কাজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস মহাশয় বলেন বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষায় কাজ করে চলেছেন। 


তার এই কর্মপ্রয়াসকে কুর্নিশ জানাই স্যালুট জানাই। আমাদের উচিত পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সুজিত বাবু ছাত্র-ছাত্রীদেরও গাছ লাগাতে উদ্বুদ্ধ করেন। বিদ্যালয়ের সহ শিক্ষিকা লাবন্যা দরবার বলেন বিশ্ব উষ্ণায়ন রোধে আমাদের আরো সতর্ক হতে হবে।

 তিলখোজা মক্তব প্রাথমিক বিদ্যালয় এর সহ-শিক্ষিকা মিঠু দাস বলেন আমাদের আরো বেশি বেশি গাছ লাগানোর দরকার। সহ শিক্ষক নারায়ণ মাইতি বলেন  ছাত্র-ছাত্রীদের  গাছ লাগাতে উৎসাহিত করতে হবে।  তিনি আরো বলেন বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র এর এই পরিবেশ রক্ষার কাজকর্ম প্রশংসার দাবি রাখে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ