Header Ads Widget

ERTERTERT

মিড ডে মিলে দুর্নীতি নিয়ে গ্রুপের মহিলাদের বিক্ষোভ।

 

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়।


 দিনের পর দিন মিড ডে মিলের দুর্নীতির করে চলেছেন গ্রুপের লিডার ছন্দা মাইতি নামে ওই মহিলা দীর্ঘদিন ধরে গ্রুপ বাজি এবং টাকা নয় ছয় সমস্ত দুর্নীতির অভিযোগ তুলে জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় এর সামনে গ্রুপের মহিলারা তালা লাগিয়ে বিক্ষোভে দেখাচ্ছেন।


 অভিযোগ ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান স্বপন নায়কে এই বিষয়ে উনাকে জানালে কোন কর্ণবাদ করতে নারাজ এমনটাই জানাচ্ছেন গ্রুপের মহিলারা। দীর্ঘ তিন ঘন্টা ধরে তালা বন্ধ অবস্থায় বিক্ষোভ দেখাচ্ছেন গ্রুপের মহিলারা। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ