জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে দুই পর্যটকের মৃত্যু। নিখোঁজ এখনো একজন পর্যটক। আহত তিন পর্যটক কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্ধমানের দুর্গাপুর থেকে বেড়াতে এসে পূর্ব মেদিনীপুর জেলার সুমুদ্র সৈকত মান্দারমনিতে সমুদ্র সৈকতে স্নানে নেবে মৃত দুই পর্যটক নিখোঁজ এক। অসঙ্কাজনক অবস্থায় বাকি তিনজনকে উদ্ধার করেছে পুলিশ এবং লুলিয়ারা।
ঘটনায় জানা যায় ১৬ জুলাই বর্ধমান জেলার দুর্গাপুর থেকে ৬ বন্ধু মান্দারমনিতে বেড়াতে আসেন তারা ওঠেন মান্দারমনির গোল্ডেন বিচ রিপোর্ট হোটেলে। মান্দারমনিতে সমুদ্র স্নান করতে নামলে ছয় বন্ধুই উত্তাল ঢেউয়ের ঝাপটায় তলিয়ে যান।
বন্ধুদের মধ্যে দুজনের তলিয়ে মৃত্যু হয়।দুজনের নাম সংকর চক্রবর্তী বয়স ৩৫, কৌশিক মন্ডল বয়স ৩২। একজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম ঋত্বিক বড়াই। বাকি তিনজনকে উদ্ধার করে রামনগরের বালিসাই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
অপরদিকে নিখোঁজ বেক্তির তল্লাশিতে সমুদ্র সৈকতে স্পিডবোর্ড নামানো হয়েছে বলে মান্দারমনি থানা সূত্রে খবর। মৃত ব্যক্তিরা পেশায় একজন সেলসম্যানের কাজ করেন আরেকজন কৌশিক বাজাজ কোম্পানিতে চাকরি করেন।
মান্দারমনি থানার পুলিশ থানার পুলিশ দুর্গাপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ চালাচ্ছে।জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জেবি নিউজ
0 মন্তব্যসমূহ