বিউরো রিপোর্ট :নন্দীগ্রাম.. রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু। লোকসভা হোক,বা বিধানসভা,হোক না পঞ্চায়েত নন্দীগ্রাম এর রাজনীতির চিত্র সবার নজরে থাকে।
এই নন্দীগ্রাম এর আইন শৃঙ্খলা সঠিকভাবে গড়ে তুলতে নন্দীগ্রাম নিয়ে নতুন ভাবনার আবির্ভাব ঘটেছে রাজ্য সরকারের মধ্যে।
সূত্র মারফত জানা গিয়েছে, নন্দীগ্রাম কে ভেঙে দুটি নতুন থানা গড়তে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে,রেয়াপাড়া ও তেখালি থানার সূচনা হতে চলেছে।
এছাড়াও দুটি আউটপোস্ট নন্দীগ্রাম এ হওয়ার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। উল্লেখ্য রামচক ও সোনাচূড়া আউটপোস্ট হবে বলে উদ্যোগ নিচ্ছে নবান্ন।
রাজ্য সরকারের সরাস্ট দফতর এর অধীনে এই কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। কোন এলাকা কোন থানা এরিয়ার অন্তর্ভুক্ত হবে,তাও জানিয়ে দেওয়া হয়েছে দফতর এর পক্ষ থেকে।তবে এই বিষয়ে সবটাই রয়েছে রাজ্য মন্ত্রীসভার অনুমোদন এর ওপর,তা মিললেই কাজ শুরু হবে জোরকদমে।
0 মন্তব্যসমূহ