Header Ads Widget

ERTERTERT

ওভারব্রিজের সংস্কারের জন্য বাস চলাচল ব্যাহত

 

জাহাঙ্গির বাদশার রিপোর্ট :মেছেদা থার্মাল গেট সংলগ্ন ফাইপ পয়েন্টর কাছে বাস ওভারব্রিজের সংস্কারের জন্য বাসের ওভারব্রিজ বন্ধ থাকবে। বাস ব্রিজ সংলগ্ন দোকান বন্ধের নির্দেশ জাতীয় সড়ক কর্তৃপক্ষের।


    পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার হল মেছেদা। প্রশাসন এর উদ্যোগে বরাবরই মেছেদাকে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে নানা উদ্যোগ গ্ৰহণ করা হয়েছে বিভিন্ন সময়ে।উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ মেছেদা থার্মাল গেট সংলগ্ন বাস ওভারব্রিজের সংস্কার হয়নি সেই জন্য জরুরি ভিত্তিতে বাস ওভারব্রিজের ওপরের সংস্কার এর কাজ ২৫ শে জুলাইথেকে শুরু হ‌ওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে ‌।

আজ মাইকিং করে NH 41এর তরফে প্রচার করা হয়, ২৫ শে জুলাই থেকে ওভারব্রিজের নিচে বা পাশাপাশি থাকা সমস্ত দোকান ২৫ শে জুলাই থেকে 15 দিন পর্যন্ত বন্ধ রাখতে হবে।

NH 41 এর তরফে জানানো হয়, ওভারব্রিজের বেয়ারিং চেঞ্জ সহ নানা কাজ সংস্কার হ‌ওয়ার কারণে ব্রিজের নিচে 15 দিন পর্যন্ত দোকান বন্ধ থাকবে। ও নীচ দিয়ে সমস্ত গাড়ি চলাচল করবে।

  এর পাশাপাশি ওভারব্রিজের নিচে যারা গাড়ি রাখতো , যানজট মুক্ত করতে তাদেরও গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 জানা গিয়েছে, ওভারব্রিজের ওপর দিয়ে হলদিয়া, মেদিনীপুর, কলকাতা ঝাড়গ্রাম,দীঘা, হাওড়াগামী সমস্ত বাস লরী সহ সমস্ত জানবাহন এবার নীচের রাস্তা দিয়ে চলাচল করবে ।

এর পাশাপাশি যানজট আটকাতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে NH 41 ও পুলিশের তরফে।

স্থানীয় দোকানদার ফল মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, মাইকিং এর পাশাপাশি, অফিসার দোকানে দোকানে নির্দেশ দিয়েছেন দোকান বন্ধ রাখার জন্য।

মেছেদা ব্রিজের নিচে হোটেলের মালিক ধনঞ্জয় মাজী জানিয়েছেন, ব্রিজের ওপর কাজ হ‌ওয়ায় প্রশাসন এর নির্দেশ এ দোকান ২৫ শে জুলাই থেকে পনেরো দিন বন্ধের নির্দেশ এসেছে, সেই মোতাবেক ওভারব্রীজ সংলগ্ন সমস্ত দোকান বন্ধ থাকবে ২৫ শে জুলাই থেকে।

এর পাশাপাশি NH 41 জাতীয় সড়ক কর্তৃপক্ষর তরফে সমস্ত মেছেদা বাজার ও পথচলতি মানুষদের এই বিষয়ে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে। ২৫ শে জুলাই থেকে এই কাজ শুরু হ‌ওয়ার ফলে ,যাতে কোনো ধরনের যানজট না ঘটে তার জন্য প্রশাসনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


মেছেদা থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জে বি লাইভ নিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ