Header Ads Widget

ERTERTERT

হকার উচ্ছেদ ও পুনর্বাসনকে কেন্দ্র করে ব্যা*পক উ*ত্তেজ*না এগরায়


 পূর্ব মেদিনীপুর : এগরা: হকার উচ্ছেদ ও পুনর্বাসনকে কেন্দ্র করে এগরায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। বুধবার দুপুরে হকার ইউনিয়নের পক্ষ থেকে পুনর্বাসনের দাবীতে এগরা শহরের ত্রিকোণ পার্কে বেশ কয়েক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় হকারেরা। অবশেষে এগরা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে সমস্ত পুরসভাগুলিতে ফুটপাথ দখলমুক্ত করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী এদিন সকাল ১১ টায় এগরার শহরের ফুটপাথ দখল মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানোর কথা ছিল। কিন্তু তাঁর ঠিক আগেই সকাল থেকে পথে নেমে মাইকিং করে বিক্ষোভ দেখায় হকারেরা। পথ অবরোধের খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থালে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় হকারেরা। হকারদের অভিযোগ, আমাদের আগে সঠিকভাবে পুনর্বাসন দিতে হবে। আর তা না হলে আমরা প্রশাসনকে দখলমুক্ত করতে দেব না। পাশাপাশি এদিন এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন হকারের। তাঁদের দাবী, পুরপ্রধান রাতের অন্ধকারে গুন্ডা পাঠিয়ে হকারদের হুমকি দেওয়া দিচ্ছে। কিন্তু পুরপ্রধান স্বপন নায়ক বলেন, এই সমস্ত অভিযোগ মিথ্যে। এই নির্দেশ আমার নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাথ দখল মুক্ত করা হচ্ছে। পুরসভার পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আগে সম্পূর্ণভাবে জবরদখল মুক্ত করা হবে। এরপরে এদিন আন্দোলনকারী হকেরার এগরা পুরসভার মেন গেটে তালা লাগিয়ে বেশকিছুক্ষণ বিক্ষোভ দেখাল। অবশেষে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ'র উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুরসভার তরফে থানায় এফ আই আর করেন। কিন্তু এখন দেখার বিষয় যে, এগরায় বুলডোজার দিয়ে পুরসভা ও প্রশাসন ফুটপাত দখলমুক্ত করতে পারবে না কি! হকারদের দৌরাত্ম্য থাকবে। সেদিকেই তাকিয়ে রয়েছে পুরবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ