জাহাঙ্গীর বাদশার রিপোর্ট : আবারও বড়সড় ট্রেন দুর্ঘটনা। বারবার ট্রেন দুর্ঘটনা এর পুনরাবৃত্তি। উল্লেখ্য গতকাল ভোর 3 টা 45 মিনিট নাগাদ দক্ষিণ পূর্ব রেলওয়ে এর হাওড়া মুম্বাই গামী সি এস এম টি মেলগাড়ি ঝাড়খণ্ড এর চক্রধরপুর এর কাছে বেলাইন হয়ে যায়।
জানা গিয়েছে,এর ফলে 12 টি কামরা লাইনচ্যুত হয়ে যায় ও ক্ষতিগ্রস্থ হয়েছে 18 টি কামরা ।
এখনো পর্যন্ত ছয় জন এর আহত এর খবর পাওয়া গেছে। উল্লেখ্য রাজখারসওয়ান ও বরাবাম্বু স্টেশন এর মাঝে এই দুর্ঘটনা ঘটে ।
খবর পাওয়া মাত্রই যুদ্ধ কালীন তৎপরতা নিয়ে কাজ শুরু হয়েছে। ছয় জন এর মধ্যে একজন গুরুতর অসুস্থ আহত হওয়ায় তাকে রিলিফ এ পাঠানো হয়েছে চিকিৎসা এর জন্য।
উল্লেখ্য প্রাথমিক পর্যায়ে রেল এর অনুমান,মালগাড়ি প্রথমে লাইনচ্যুত হয়,সেই লাইনচ্যুত মাল গাড়ির কামরায় গিয়ে ধাক্কা মারে মুম্বাই মেল,যার ফলে এই দুর্ঘটনা।
দুর্ঘটনা এর পর সাময়িক সময়ের জন্য কিছু ট্রেন বাতিল করে রেল।ও যাত্রাপথ এর ও পরিবর্তন করা হয়েছে বলে খবর।
তড়িঘড়ি রেল এর তরফে হেল্পলাইন চালু করা হয়।হাওড়া, রাঁচি,টাটানগর থেকে হেল্পলাইন চালু করে রেল।
0 মন্তব্যসমূহ