Header Ads Widget

ERTERTERT

তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে জেলাশাসক সহ প্রশাসনিক কর্তারা

 



জাহাঙ্গীর  বাদশার রিপোর্ট, তমলুক: নবনির্মিত তমলুকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা।

 


বর্ষাকাল ক্যাম্পাসের পরিবেশ কেমন রয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি এদিন মেডিকেল ক্যাম্পাস চারপাশে যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলো সেগুলোর কি অবস্থা তা খতিয়ে দেখেন জেলাশাসক।

 বেশ কিছু দোকানপাট মেডিকেল কলেজ ক্যাম্পাসের রাস্তা দখল করে রয়েছে সেগুলিকে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন জেলাশাস। এদিন জেলাশাসকসহ পরিদর্শনে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা। 


বর্ষাকালে ডেঙ্গুর আবির্ভাব ঘটে থাকে তাই আগে থেকেই মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিল জেলা প্রশাসন। আগামী ১৫ ই আগস্ট পুনরায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করা হবে বলেও জানান জেলাশাসক পূর্ণেন্দু মাজি।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ