Header Ads Widget

ERTERTERT

স্কুলের মধ্যেই লীলাখেলা।যা নিয়ে এলাকায় ছি ছি পড়ে গিয়েছে হাতে নাতে ধরে প্রেমিক প্রেমিকাকে গাছে বেঁধে রাখলো গ্রামবাসিরা।বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের শিক্ষিকা ও এক প্রতিবেশীর অবৈধ সম্পর্ক, হাতেনাতে পাকড়াও করলো গ্ৰামবাসীরা

 


 ভগবানপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :যেখানে ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দান করা হয়। স্কুলে শিক্ষক শিক্ষিকা দের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে বড়ো হয়ে যে যার মতো পেশায় সমাজের উন্নয়ন করবে। কিন্তু সেই স্কুলের মধ্যেই কিনা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে হাতেনাতে ধরা পরে গেলেন আর যা নিয়ে আর সোশ্যাল মিডিয়ায় ছি ছি পড়ে গিয়েছে।


একদিকে গত কয়েকমাস আগে সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তপ্ত হয়েছিল গোটা রাজ্য,আর বর্তমানে আর জি করের ঘটনার এখনো উত্তাল গোটা রাজ্য তথা দেশ।আর সেই আবহে বিদ্যালয়ে এক অসভ্য নোংরা ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার এলাকার একটি বিদ্যালয়।

জানা গিয়েছে, ভগবানপুর থানার এলাকায় দ্রোণাচার্য আশ্রমিক শিক্ষা নিকেতন নামক একটি বিদ্যালয়ের ঘটনা।

  বিদ্যালয় চলাকালীন ওই বিদ্যালয়ের এক শিক্ষিকা ও স্থানীয় এক প্রতিবেশীর অবৈধ সম্পর্ক চলাকালীন ,যা হাতেনাতে ধরে ফেলেন গ্ৰামবাসীরা, আর তারপরেই ওই শিক্ষিকা আর ওই ব্যক্তিকে গাছে বেঁধে রেখে মারধর করেন গ্ৰামবাসীরা ।

এর পাশাপাশি বিদ্যালয়ের মধ্যে এই ধরনের অসামাজিক কাজ এর প্রতিবাদে তারা বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসিরা।

  জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই শারিরীক সম্পর্ক ও অবৈধ সম্পর্ক এ লিপ্ত থাকতেন ওই ব্যক্তি,আর তা আজ হাতেনাতে ধরে ওই ব্যক্তি ও মহিলা টিকে কে বেধড়ক মারধর করা হয়।

যেখানে বর্তমান সময়ে নানা ধরনের অসামাজিক ঘটনা, কুরুচিকর ঘটনা প্রতিনিয়ত সামনে আসছে, সেখানে বিদ্যালয় এর মধ্যে এই ধরনের ঘটনা নিয়ে সমাজ মাধ্যমে এক খারাপ বার্তা ছড়িয়ে পড়েছে ও সমাজ যে খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে,তার নির্দশন মিলছে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি থেকে।

তবে যে জেলা শিক্ষা ক্ষেত্রে প্রথম সারিতে ,যেই জেলার শিক্ষার মান উন্নত,সেই জেলার শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে এই ধরনের কর্মকাণ্ড,যা নিয়ে লজ্জায় মুখ ঢাখছে শিক্ষিত সমাজ।

   যে শিক্ষক এর কাছ থেকে পরবর্তী প্রজন্ম শিক্ষা লাভ করবে, শিষ্টাচার শিখবে, তারাই যদি এমন অসামাজিক কাজে লিপ্ত হয়,তাহলে সমাজ এর পথ প্রদর্শক হিসেবে একজন শিক্ষক এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে?

  খবর পেয়ে ভগবান পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তি ও মহিলা কে উদ্ধার করে আটক করেছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ