Header Ads Widget

ERTERTERT

তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কন্যাকে করুচিকর মন্তব্য, কোলাঘাট থানায় অভিযোগ দায়ের

 

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট,কোলাঘাট :সম্প্রতি গত ২৭ শে আগস্ট ছাত্র সংগঠনের নবান্ন ঘেরাও কর্মসূচি এর দিন রাজ্য সরকারের নামে নানা নিন্দা ও কটুক্তি মন্তব্য গোটা রাজ্য জুড়ে শোনা যাচ্ছিল,আর সেই আবহেই তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর মেয়ের নামে এক করুচিকর মন্তব্য সোস্যাল মিডিয়া তে ছড়িয়ে পড়ে,আর তা নিয়ে ক্ষুব্ধ গোটা তৃনমূল শিবির।


  উল্লেখ্য তা নিয়ে আজ কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কোলাঘাট এর তৃনমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য টুকুল মল্লিক।


  উল্লেখ্য তিলোত্তমার বিচার চেয়ে পশ্চিমবঙ্গ এর বিভিন্ন জায়গায় ছাত্র সংগঠন প্রতিবাদ মিছিল এ সামিল হন,আর সেই সময়‌ই সোস্যাল মিডিয়া তে ছড়িয়ে পড়ে অভিষেক বন্দোপাধ্যায় এর মেয়ের নামে একটি করুচিখর মন্তব্য এর ভিডিও।


যেখানে ছাত্র সংগঠনের একজন নারী ধর্ষণ এবং হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে,আর সেই প্রতিবাদ করতে গিয়ে আর একজন নাবালিকা কে করুচিকর মন্তব্য করে অন্য কেউ!আজ এই মন্তব্য এর জেরেই কোলাঘাট থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তৃনমূল জেলা পরিষদের সদস্য টুটুল মল্লিক।


 তৃনমূল নেতা টুটুল মল্লিক জানিয়েছেন, সমাজের মধ্যে বিশৃঙ্খলা ও একটি নরা পরিবেশ যাতে না সৃষ্টি হয়,সেই কারণে আমি একজন কন্যা সন্তান এর বাবা হিসেবে আজ অভিষেক বন্দোপাধ্যায় এর মেয়ে কে নিয়ে সোস্যাল মিডিয়ায় যে খারাপ মন্তব্য করা হয়েছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম,এর পাশাপাশি যাতে ওই ব্যক্তিদের দ্রুত শাস্তি হয়,তার দাবি জানালাম।


উল্লেখ্য এই সোস্যাল মিডিয়ায় পোস্ট এ জানা যায়, যদি কেউ অভিষেক বন্দোপাধ্যায় এর মেয়ে কে ধর্ষণ করতে পারে,তাহলে তাকে সমাজ থেকে দশ কোটি টাকা তুলে দেওয়া হবে।আর এই মন্তব্য নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ