Header Ads Widget

ERTERTERT

ডাক্তারের প্রেসক্রিপশনে "উই ওয়ান্ট জাস্টিস" লেখা, স্ট্যাম্প মেরে অভিনব কায়দায় প্রতিবাদে সামিল দুই ডাক্তার

 


 জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: আর জি কর কাণ্ডে এখনো উত্তপ্ত গোটা রাজ্য থেকে দেশ ।নানা রাজনৈতিক দলের ও সাধারণ মানুশ থেকে ডাক্তারদের কর্মসূচিতে এখন শুধুই আর জি কর। চারিদিকে প্রতিবাদ, মিছিল এখন শুধু আর জি কর মেডিকেল কলেজ এর কান্ড নিয়ে।

 গোটা রাজ্যের নানা ডাক্তারের সংগঠন ও এই আর জি কর কান্ড নিয়ে প্রতিবাদ এ সামিল হচ্ছেন প্রতি মহুর্তে ।

   উল্লেখ্য গত দুদিন আগে আর জি কর কান্ডের কারণেও আর্থিক দুর্নীতি মামলায় আর জি কর এর প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সহ আরো তিন জনকে গ্রেফতার করছে সিবিআই ।

প্রসঙ্গত এবার ডাক্তারের প্রেসক্রিপশনে উই ওয়ান্ট জাস্টিস লেখা স্ট্যাম্প নিয়ে প্রতিবাদে সামিল মালদা জেলার দুই চিকিৎসক।

জুনিয়র থেকে সিনিয়র সমস্ত স্তরের ডাক্তাররা পথে নেমেছেন এই ঘটনার দোষীদের শাস্তির দাবিতে।

প্রসঙ্গত মালদা শহরের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দুই চিকিৎসক এবার অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন।  

  মূলত এই দুই শিশু বিশেষজ্ঞ তাদের চেম্বারে রোগী দেখার সময় রোগীদের প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস । দোষীদের কঠোর শাস্তি চাই।

উল্লেখ্য এই দুই চিকিৎসক এর নাম অভিজিৎ মিশ্র ও রামপ্রকাশ সাহা । এদের মধ্যে একজন মখদুমপুর রোড ও অন্য একজন সিঙ্গিতলা রোডে রোগী দেখেন।

ডাক্তার রামপ্রকাশ সাহা জানিয়েছেন, লাগাতার আন্দোলন করছেন নানাভাবে কলকাতা ও জেলার মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা,আমরা সেখানে থাকলে তাদের সাথে প্রতিবাদে সামিল হতাম, কিন্তু তা সম্ভব নয়।তাই প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করে এইভাবে অভিনব কায়দায় প্রতিবাদ জানালাম।

   আর এক চিকিৎসক অভিজিৎ মিশ্র জানিয়েছেন, গোটা মালদা জেলা জুড়ে আমাদের ডাক্তার এর এই সংগঠনের উদ্যোগে এই ভাবেই প্রতিবাদ চলছে। মূলত আমাদের প্রেসক্রিপশন এর ওপর আর জি কর এর দোষীদের শাস্তির দাবিতে এই শিলমোহর ব্যবহার করে আমরা প্রতিবাদ জানাচ্ছি।দোষীরা শান্তি না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ