Header Ads Widget

ERTERTERT

চলন্ত ট্রেন এ দাঁড়িয়ে আর জি কর কান্ডের অভিনব প্রতিবাদ

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট : আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় যখন রাজ্যের নানা প্রান্তে ,পথে ঘাটে বিক্ষোভ সমাবেশ মিছিল, ঠিক তখনই অভিনব এক কায়দায় প্রতিবাদ মিছিল বিক্ষোভ অফিস এর কর্মীদের।

 জানা গিয়েছে, মূলত অফিস বা নানা কর্মসংস্থান এর উদ্দেশ্য এ যারা সকালে বাড়ি থেকে বেরিয়ে সেই রাতে ফেরেন , তাদের এই আর জি কর কান্ড এর প্রতিবাদে সামিল হ‌ওয়ার ইচ্ছা থাকলে ও কাজের জন্য সুযোগ হয়ে ওঠে না ‌তাঈ অভিনব কায়দায় প্রতিবাদ জানাতে উদ্যোগী হলে তারা।

উল্লেখ্য রানাঘাট শিয়ালদহ লোকাল এ রানাঘাট স্টেশন এ আজ তারা ট্রেন এ ওঠে একটি নির্দিষ্ট বগিতে পতাকা দিয়ে সাজিয়ে ,প্রায় শতাধিক কর্মী ,জামায় কালো ব্যাচ লাগিয়ে এই তিলোত্তমার বিচারের দাবিতে গর্জে উঠল।

মূলত এই মহিলা চিকিৎসক এর খুনিদের গ্রেফতার ও তাদের কঠোর শাস্তির দাবিতে তাদের এই অভিনব প্রতিবাদ।

এর পাশাপাশি তারা আজ অঙ্গীকার করেছেন ,এই ট্রেন এ রানাঘাট থেকে শিয়ালদহ যাতায়াত এর পথে তারা এই প্রতিবাদ ও স্লোগান চালিয়ে যাবে। এবং তারা না বসে , দাঁড়িয়েই এই প্রতিবাদ মিছিল করবে।


 এই ধরনের কর্মসূচি সত্যিই প্রথমবার। তিলোত্তমার বিচারের দাবিতে যখন পথে পথে আন্দোলন,মোড়ে মোড়ে বিচারের দাবিতে গর্জে উঠেছে মানুষ, যেখানে জুনিয়র ডাক্তার রা এখনও কাজে ফিরতে না চেয়ে অবস্থান বিক্ষোভ এ সামিল , সেখানে এই ধরনের ট্রেন এর মধ্যে প্রতিবাদ এক নতুনত্ব সৃষ্টি করেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ