জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, কোলাঘাট:বর্ষার প্রাক মূহুর্ত শুরু হতেই নানা এলাকায় নানা রাস্তার বেহাল দশা। কোথাও খানা খন্দে ভরা জল , কোথাও গর্ত, কোথাও গোটা রাস্তা কর্দমাক্ত।পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এর রেলের তৃতীয় ব্রিজ থেকে দেনান,জ্যমিটা,বাপুর জামিত্যা সহ নানা এলাকা থেকে নদী বাঁধের যে রাস্তা কোলাঘাট থেকে তমলুক চলে গিয়েছে সেই রাস্তার বেহাল দশা,,
মূলত সেই দাবি নিয়ে আজ এলাকার টোটো চালকরা দেনান এ সেচ বাংলোতে পাঁশকুড়া ১ এর সেচ দপ্তর এর অধিকারীকে ডেপুটেশন দেন , দ্রুত এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার এর দাবিতে।এই বেহাল দশা কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে , তাই দ্রুত রাস্তা সারাইয়ের দাবিতে তারা এই ডেপুটেশন কর্মসূচি গ্ৰহণ করে।
এই প্রসঙ্গে ,তারাও এই বিষয় নিয়ে গ্ৰাম পঞ্চায়েত এর পক্ষ থেকে জানিয়েছেন নানা সরকারী বিভাগে, তিনি আশাবাদী দ্রুত এই রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে ।
মূলত এই রাস্তার ওপর বহু মানুষ নির্ভরশীল।এই রাস্তার ওপর ভিত্তি করে স্কুল,কলেজ, বাজার সহ সব ধরনের মানুষ নির্ভরশীল।তাই বর্ষা প্রাক মূহুর্তে রাস্তায় বেহাল দশা,আর বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গে আরো খারাপ দশায় পরিনত হবে ,তাই সবদিক বিবেচনা করে দ্রুত রাস্তা সারাইয়ের দাবি জানিয়ে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে। আমলহান্ডা গ্রাম পঞ্চায়েত থেকে সরকারি বিভিন্ন দফতরের বিভিন্ন প্রশাসনিক অধিকারিকের দের লিখিত জানিয়েছেন।সেচ দফতরের আধিকারিক জানিয়েছেন এই রাস্তা অনেক জায়গায় খারাপ সেটা তারা পরিদর্শন করে দেখেছেন। তারা উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানিয়েছেন যাতে দ্রুত এই রাস্তা সংস্কার করা যায়।
0 মন্তব্যসমূহ