জাহাঙ্গীর বাদশার রিপোর্ট,পাঁশকুড়া : আজ ৩০ শে জুন বিশ্ব হুল দিবস, এই উপলক্ষে পাঁশকুড়া এক পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলার আদিবাসী উন্নয়ন বিভাগ ও অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগ আয়োজিত পাঁশকুড়া মেছোগ্রাম এর কাছে সংলগ্ন ময়দানে উদযাপিত হল হুল উৎসব। এক বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, সাঁওতাল বিদ্রোহের পতাকা উত্তোলন, সংগঠনের পতাকা উত্তোলন, প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়।
অনুষ্ঠানের পৌরহিত করেন পাঁশকুড়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউত, অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। উপস্থিত ছিলেন নন্দকুমার মিশ্র,সুজিত কুমার রায়, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মদক্ষা মামনি জানা, পাঁশকুড়া এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার মন্ডল জেলা আধিকারিক পাঁশকুড়া ব্লকের বিভিন্ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ গন ও জেলা পরিষদের সদস্যগণ।
0 মন্তব্যসমূহ