মদের বোতল হাতে প্রকাশ্য রাস্তায় নাচ! ২১ শে জুলাই শহীদ স্মরণে শোক প্রকাশ করার পরিবর্তে কি হচ্ছে এসব? ডোমকল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরের ভায়ের সঙ্গীদের হাতে মদের বোতল আর সেই বোতল হতেই চলছে প্রকাশ্য রাস্তায় উদ্দাম নাচ! ধর্মতলার মঞ্চে যাওয়ার আগে বিতর্কের ঝড়। কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, ২১ শে জুলাই শহীদ দিবসের মঞ্চে যোগ দিতে অনুগামীদের নিয়ে ডোমকল থেকে রওনা দেন ডোমকল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী (তৃণমূল) কাউন্সিলরের ভাই যিনি নিজেই একজন সিভিক ভলেন্টিয়ার। কলকাতা পৌঁছাবার আগে আচমকাই ১২ নম্বর জাতীয় সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে গাড়ি গেট উচ্চস্বরে গান বাজিয়ে উদ্দাম নাচ শুরু করেন সকলে। তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের অনুগামীদের মধ্যে বেশিরভাগ জনের হতেই ছিল মদের বোতল। আর এই কান্ড নিজেরাই লাইভ করে দেখালেন সামাজিক মাধ্যমে। তৃণমূল কাউন্সেলর ভাই সহ অনুগামীদের প্রকাশ করা জাতীয় সড়ক কাপানো উদ্দাম নাচ সৃষ্টি করেছে বিতর্কের।
জাতীয় সড়কের উপরেই প্রকাশ্য রাস্তায় হাতে মদের বোতল নিয়ে নাচতে দেখা গেল বেশ কয়েকজনকে। তৃণমূল নেতার ভাই সহ ছিলেন আরও বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক। সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে প্রবল রাজনৈতিক চাপানউতোর।
ঘটনাটি সামনে আসতেই কড়া কটাক্ষ শুভেন্দু অধিকারীর। তিনি বলেন —"তৃণমূলের 'সংস্কৃতি' এবার জাতীয় সড়কে! ২১ শে জুলাইয়ের শহীদ স্মরণ নয়, বরং এইসবই তৃণমূলের আসল চরিত্র।"
ঘটনার পরেও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশ্ন উঠছে, তৃণমূল কাউন্সিলরের পরিবারের এমন আচরণ কি শোভনীয়?
সাধারণ মানুষও ক্ষুব্ধ। শহীদ স্মরণে আয়োজিত সমাবেশে যাওয়ার পথে এমন কান্ড কুলুষিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ও আদর্শকে। দল কি ব্যবস্থা নেবে, সেই দিকেই এখন নজর সবার।
0 মন্তব্যসমূহ